
ঢাকা : ভারতে ওটিটির উত্থানের পর একের পর এক ভারতীয় দক্ষিণী অভিনেত্রী আঞ্চলিক গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন সর্বভারতীয়, যার সর্বশেষ উদাহরণ সামান্থা আক্কিনেনি। তুমুল জনপ্রিয় এই তেলুগু অভিনেত্রী ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করে এখন আলোচনার শীর্ষে। সম্ভবত এর পরের জায়গা নিতে যাচ্ছেন দক্ষিণের আরেক অভিনেত্রী রাশি খান্না। জনপ্রিয় বিবিসি সিরিজ ‘লুথার’–এর হিন্দি রিমেক হতে চলেছে ‘রুদ্র- দ্য এজ অব ডার্কনেস’। আর এর মাধ্যমেই ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। জানা গেছে, এই সিরিজে অজয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নাকে। আগামী ২১ জুলাই থেকে শুটিং ফ্লোরে নেমে পড়তে চলেছে ‘রুদ্র’। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি। টানা দুই মাস মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে ‘রুদ্র’র। রাশি খান্না ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকের পরবর্তী ছবিতেও নায়িকার ভূমিকায় থাকবেন বলে জানা গেছে, যা মূলত বলিউডের আরেক অভিনেতা শহিদ কাপুরের ‘ডেবিউ’ ওয়েব সিরিজ হতে চলেছে।
রাশি খান্না মডেলিংয়ে নাম করার পর অভিনয়ে এসেছেন। ২০১৩ সালে বলিউডের ‘মাদ্রাজ কাফে’ ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। পরেও অবশ্য তেলুগু সিনেমারই মুখ তিনি। বেশ কয়েকটি তেলুগু ছবি করে দক্ষিণ ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। রাশির মিষ্টি সৌন্দর্য ও পাশের বাড়ির মেয়ের মতো অ্যাপিয়ারেন্স তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা রাশির। ১৯৯০ সালের ৩০ নভেম্বরে জন্ম তাঁর। তবে এখন কর্মসূত্রে থাকেন হায়দরাবাদে। ২০১৪ সালে শুরু করার পরে এখনো পর্যন্ত ৩০টির বেশি দক্ষিণী ছবিতে কাজ করে ফেলেছেন রাশি। জরু, জিল, বেঙ্গল টাইগার, শিবম, হাইপার ও সুপ্রিমের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় জনপ্রিয় হওয়ার পরে বিজ্ঞাপন জগতেও পরিচিত হয়ে ওঠেন রাশি। ডমিনোজ, অল্টো ৮০০, টাটা স্কাইয়ের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাধারণত ছবির জন্য ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রাশি। কিন্তু তাঁর নতুন একটি ছবির জন্য দাম বাড়িয়েছেন এই অভিনেত্রী। এক কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক দিয়ে দক্ষিণী তারকা কীর্তি সুরেশ, রাশমিকা মান্দানাদের কাতারে নাম লেখালেন এই অভিনেত্রী।
বর্তমানে ওয়েব সিরিজ ছাড়াও গোপী চাঁদের সঙ্গে ‘পাক্কা কমার্শিয়াল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রাশি। যদিও করোনার কারণে এখন শুটিং বন্ধ। পাশাপাশি নাগা চৈতন্যের সঙ্গে ‘থ্যাংক ইউ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ‘বাহুবলী’ তারকা প্রভাসের নতুন প্রজেক্টেও অভিনয় করবেন রাশি। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন ভাষায় বড় পর্দা ও ওয়েবে বেশ কয়েকটি বড় প্রজেক্ট আসছে তাঁর। সামনে রাশির রাশি যে ভালো যাবে, তাতে সন্দেহ নেই। দক্ষিণে তাঁর সাতটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

ঢাকা : ভারতে ওটিটির উত্থানের পর একের পর এক ভারতীয় দক্ষিণী অভিনেত্রী আঞ্চলিক গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন সর্বভারতীয়, যার সর্বশেষ উদাহরণ সামান্থা আক্কিনেনি। তুমুল জনপ্রিয় এই তেলুগু অভিনেত্রী ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করে এখন আলোচনার শীর্ষে। সম্ভবত এর পরের জায়গা নিতে যাচ্ছেন দক্ষিণের আরেক অভিনেত্রী রাশি খান্না। জনপ্রিয় বিবিসি সিরিজ ‘লুথার’–এর হিন্দি রিমেক হতে চলেছে ‘রুদ্র- দ্য এজ অব ডার্কনেস’। আর এর মাধ্যমেই ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। জানা গেছে, এই সিরিজে অজয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নাকে। আগামী ২১ জুলাই থেকে শুটিং ফ্লোরে নেমে পড়তে চলেছে ‘রুদ্র’। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি। টানা দুই মাস মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে ‘রুদ্র’র। রাশি খান্না ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকের পরবর্তী ছবিতেও নায়িকার ভূমিকায় থাকবেন বলে জানা গেছে, যা মূলত বলিউডের আরেক অভিনেতা শহিদ কাপুরের ‘ডেবিউ’ ওয়েব সিরিজ হতে চলেছে।
রাশি খান্না মডেলিংয়ে নাম করার পর অভিনয়ে এসেছেন। ২০১৩ সালে বলিউডের ‘মাদ্রাজ কাফে’ ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। পরেও অবশ্য তেলুগু সিনেমারই মুখ তিনি। বেশ কয়েকটি তেলুগু ছবি করে দক্ষিণ ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। রাশির মিষ্টি সৌন্দর্য ও পাশের বাড়ির মেয়ের মতো অ্যাপিয়ারেন্স তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা রাশির। ১৯৯০ সালের ৩০ নভেম্বরে জন্ম তাঁর। তবে এখন কর্মসূত্রে থাকেন হায়দরাবাদে। ২০১৪ সালে শুরু করার পরে এখনো পর্যন্ত ৩০টির বেশি দক্ষিণী ছবিতে কাজ করে ফেলেছেন রাশি। জরু, জিল, বেঙ্গল টাইগার, শিবম, হাইপার ও সুপ্রিমের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় জনপ্রিয় হওয়ার পরে বিজ্ঞাপন জগতেও পরিচিত হয়ে ওঠেন রাশি। ডমিনোজ, অল্টো ৮০০, টাটা স্কাইয়ের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাধারণত ছবির জন্য ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রাশি। কিন্তু তাঁর নতুন একটি ছবির জন্য দাম বাড়িয়েছেন এই অভিনেত্রী। এক কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক দিয়ে দক্ষিণী তারকা কীর্তি সুরেশ, রাশমিকা মান্দানাদের কাতারে নাম লেখালেন এই অভিনেত্রী।
বর্তমানে ওয়েব সিরিজ ছাড়াও গোপী চাঁদের সঙ্গে ‘পাক্কা কমার্শিয়াল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রাশি। যদিও করোনার কারণে এখন শুটিং বন্ধ। পাশাপাশি নাগা চৈতন্যের সঙ্গে ‘থ্যাংক ইউ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ‘বাহুবলী’ তারকা প্রভাসের নতুন প্রজেক্টেও অভিনয় করবেন রাশি। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন ভাষায় বড় পর্দা ও ওয়েবে বেশ কয়েকটি বড় প্রজেক্ট আসছে তাঁর। সামনে রাশির রাশি যে ভালো যাবে, তাতে সন্দেহ নেই। দক্ষিণে তাঁর সাতটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে