
সম্প্রতি ভারতীয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কটাক্ষ করেন আরেক অভিনেতা পঙ্কজ ঝা। ক্যারিয়ারের সংগ্রামকে গ্ল্যামারাইজ করার জন্য ত্রিপাঠীর সমালোচনা করেন ঝা। আর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ত্রিপাঠী।
অভিনেতা হওয়ার নেপথ্যের লড়াই, পরিশ্রমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার সামনে এনেছেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তা দিয়ে কখনো কারও সহানুভূতি চাননি বলে জানিয়েছেন অভিনেতা। তাই পঙ্কজ ঝার এমন মন্তব্যে বেজায় চটেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠী শুরুতেই জানান, এ ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাতে চান না তিনি। তার পরে অভিনেতা বলেন, ‘আমি কখনো আমার সফর বা লড়াইকে বড় করে দেখাইনি। হ্যাঁ, আমি উল্লেখ করেছি, আমার অভিনেতা হওয়ার সংগ্রামের সময় আমার স্ত্রী রোজগার করতেন। আর আমি কখনোই বলিনি যে আমাকে কোমরে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে ঘুমোতে হয়েছে। আমার সংগ্রামের গল্প দিয়ে আমি কখনো কারও থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করিনি।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের লড়াইয়ের কাহিনি শুনিয়ে বাহবা পেতে চান—এমনটাই মনে করেন পঙ্কজ ঝা। সাক্ষাৎকারে তিনি জানান, পঙ্কজ ত্রিপাঠীও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, কেউ আলু বিক্রি করতেন, কেউ ছোট ঘরে থাকতেন—এই ধরনের কথা বলে থাকেন। জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনে নানা অভিজ্ঞতা থাকাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।
এ মন্তব্যের উত্তরে ত্রিপাঠী বলেন, ‘আমি মনে করি, সবাই নিজের লড়াই লড়ছেন নিজের মতো করে এবং বিষয়টা খুব ব্যক্তিগত। আসলে অনেক সময় একজন মানুষের লড়াই অন্যদের অনুপ্রাণিত করে।’
পঙ্কজ ত্রিপাঠী আরও বলেন, ‘প্রত্যেকের জীবনে উত্থানপতন আছে। সেই জীবনকাহিনি শুনে অনেকে অনুপ্রাণিত হন। আর যদি কেউ অনুপ্রাণিত না হন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকে নিজেদের মতো করে জীবন যাপন করবেন।’

সম্প্রতি ভারতীয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কটাক্ষ করেন আরেক অভিনেতা পঙ্কজ ঝা। ক্যারিয়ারের সংগ্রামকে গ্ল্যামারাইজ করার জন্য ত্রিপাঠীর সমালোচনা করেন ঝা। আর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ত্রিপাঠী।
অভিনেতা হওয়ার নেপথ্যের লড়াই, পরিশ্রমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার সামনে এনেছেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তা দিয়ে কখনো কারও সহানুভূতি চাননি বলে জানিয়েছেন অভিনেতা। তাই পঙ্কজ ঝার এমন মন্তব্যে বেজায় চটেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠী শুরুতেই জানান, এ ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাতে চান না তিনি। তার পরে অভিনেতা বলেন, ‘আমি কখনো আমার সফর বা লড়াইকে বড় করে দেখাইনি। হ্যাঁ, আমি উল্লেখ করেছি, আমার অভিনেতা হওয়ার সংগ্রামের সময় আমার স্ত্রী রোজগার করতেন। আর আমি কখনোই বলিনি যে আমাকে কোমরে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে ঘুমোতে হয়েছে। আমার সংগ্রামের গল্প দিয়ে আমি কখনো কারও থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করিনি।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের লড়াইয়ের কাহিনি শুনিয়ে বাহবা পেতে চান—এমনটাই মনে করেন পঙ্কজ ঝা। সাক্ষাৎকারে তিনি জানান, পঙ্কজ ত্রিপাঠীও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, কেউ আলু বিক্রি করতেন, কেউ ছোট ঘরে থাকতেন—এই ধরনের কথা বলে থাকেন। জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনে নানা অভিজ্ঞতা থাকাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।
এ মন্তব্যের উত্তরে ত্রিপাঠী বলেন, ‘আমি মনে করি, সবাই নিজের লড়াই লড়ছেন নিজের মতো করে এবং বিষয়টা খুব ব্যক্তিগত। আসলে অনেক সময় একজন মানুষের লড়াই অন্যদের অনুপ্রাণিত করে।’
পঙ্কজ ত্রিপাঠী আরও বলেন, ‘প্রত্যেকের জীবনে উত্থানপতন আছে। সেই জীবনকাহিনি শুনে অনেকে অনুপ্রাণিত হন। আর যদি কেউ অনুপ্রাণিত না হন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকে নিজেদের মতো করে জীবন যাপন করবেন।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১২ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১২ ঘণ্টা আগে