Ajker Patrika

বলিউডের ‘কাঁটা লাগা’ গানের শেফালি জরিওয়ালা আর নেই

বিনোদন ডেস্ক
বলিউডের ‘কাঁটা লাগা’ গানের শেফালি জরিওয়ালা আর নেই
অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জরিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শেফালির স্বামী, অভিনেতা পারাস টাইগি নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে যান। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চিকিৎসকেরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

শেফালির আকস্মিক মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর এই অকাল মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের পর রাতারাতি পরিচিতি পান শেফালি জরিওয়ালা। এরপর একাধিক মিউজিক ভিডিও ও রিয়্যালিটি শোতে তাঁকে দেখা গেছে। ২০১৯ সালে তিনি ‘বিগ বস ১৩’ অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত