
ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।
ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।
কারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।
এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।
অন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।
এখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।

ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।
ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।
কারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।
এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।
অন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।
এখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে