Ajker Patrika

রুক্মিণী এখন বলিউড নায়িকা

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪: ১৬
রুক্মিণী এখন বলিউড নায়িকা

মডেল থেকে অভিনেত্রী। দেবের হাত ধরেই টালিউডে একের পর এক ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। পরপর পাঁচটি ছবিতে একসঙ্গে দেখা গেছে দেব-রুক্মিণীকে। এই দুই তারকার প্রেমের গুঞ্জনও চাউর আছে। ক্যারিয়ারের শুরু থেকেই দেবের নায়িকা হিসেবে পরিচিত রুক্মিণী। মাঝে অবশ্য ‘সুইজারল্যান্ড’ ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।

রুক্মিণী মৈত্রএবার নায়িকার মিশন বলিউড। ‘সানাক’ দিয়ে বলিউডে অভিনয় শুরু করলেন রুক্মিণী। নায়ক হিসেবে পেলেন বিদ্যুৎ জামওয়ালকে। ‘সানাক’ ছবিটি পরিচালনা করেছেন কণিষ্ক শর্মা। প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। রোমান্স আর অ্যাকশনে ভরপুর ‘সানাক’-এর ট্রেলারে মুগ্ধ দেবও।

ছবিতে দেখা যাবে, রুক্মিণীর হৃৎপিণ্ড ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। প্রয়োজন অস্ত্রোপচার। কিন্তু জীবনযুদ্ধে হার মানতে নারাজ রুক্মিণী। অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর ঘটে বিপত্তি। সেখানে সন্ত্রাসবাদীদের হামলা। পুরো হাসপাতাল জঙ্গিদের দখলে। স্ত্রীকে রক্ষা করতে এরপর হিরোর এন্ট্রি। একের পর এক জঙ্গিকে পরাস্ত করেন বিদ্যুৎ। আগামী ১৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘সানাক’।

রুক্মিণী মৈত্রসমালোচকদের মুখ এখন বন্ধ। একের পর এক ছবি করছেন দেব ছাড়াই। এই বাছাই সচেতনভাবেই? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণীর সোজাসাপ্টা উত্তর, ‘সমালোচনা তো শিল্পীদের জীবনের একটা অঙ্গ! অন্তত আমি তা-ই মনে করি। আমার পরিশ্রম আর আমার চরিত্র—এই দুটো নিয়ে তো বিতর্ক নেই। তাই হয়তো আমি দেবের সঙ্গে পরপর পাঁচটি ছবি করেছি, এটাই সমালোচনার বিষয়! আমি যদিও পাত্তা দিই না। আমি অভিনয়ে আসব, দেবের বিপরীতে অভিনয় করব, কোনোটাই আগে থেকে ঠিক ছিল না। আমরাও কাউকে অনুরোধ করিনি, আমাদের নিয়ে ছবি করা হোক। পরিচালকদের মনে হয়েছে, তাঁরা নিয়েছেন। আবির চট্টোপাধ্যায়, বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সুযোগ পাওয়াটাও মনে করি সময়ের ব্যাপার। আগামী দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেও করব।’

রুক্মিণী বর্তমানে দেবের বিপরীতে ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। পূজার একাধিক টিভি অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।

দেখুন ‘সানাক’ ছবির ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত