বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায় মাসখানেক পর আবারও উঠে এসেছে আলোচনায়। তার একমাত্র কারণ, কাজল আগারওয়ালের সঙ্গে সালমানের একটি দৃশ্য।
সিনেমার ফাইনাল কাটে জায়গা পায়নি দৃশ্যটি, বাদ দেওয়া হয়েছিল। তবে দৃশ্যটি ছিল সিকান্দারের পাইরেটেড ভার্সনে। ওই দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপ মন ছুঁয়ে গেছে সবার। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটি শেয়ার করে অনেকেই বলছেন, সিকান্দারের চূড়ান্ত ভার্সনে দৃশ্যটি রাখা উচিত ছিল। অন্তত এই দৃশ্যের কারণে আরও বেশি দর্শক যেত সিনেমা হলে।

সিকান্দার সিনেমায় সালমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অঙ্গদান করেছিল। স্ত্রীর ফুসফুস, হার্ট ও চোখ দেওয়া হয় ভিন্ন তিনজনকে। যাদের অঙ্গদান করা হয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নেয় সিকান্দার। চোখ দেওয়া হয় কাজলকে।
মুছে দেওয়া যে দৃশ্য নিয়ে এত আলোচনা চলছে, ওই দৃশ্যে দেখা যায়, পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে কাজল অভিনীত চরিত্রটি। বাড়িতে লোকের ভিড়। সবাই নানা কথা শোনাচ্ছে কাজলকে। এই পরিস্থিতিতে সেখানে হাজির হয় সিকান্দার। কাজলকে বোঝায় জীবনের গুরুত্ব, বেঁচে থাকার সৌন্দর্য। এ দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপগুলো এতই জীবন্ত ও অনুপ্রেরণার যে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অথচ দৃশ্যটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটা অতি আশ্চর্যের! অনেকে তাই এটিকে বলছেন, ‘বাজে সম্পাদনার আদর্শ উদাহরণ।’
বক্স অফিসে ধুঁকলেও ২০০ কোটি রুপি বাজেটের সিকান্দার ঠিকই লগ্নি তুলে নিতে পেরেছে। আগামী মাসেই সিনেমাটি আসবে নেটফ্লিক্সে। বাদ দেওয়া দৃশ্য নিয়ে নতুন করে এই আলোচনার ফলে ওটিটিতে সিকান্দার আলোড়ন তুলবে, আশা করছেন সবাই।

ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায় মাসখানেক পর আবারও উঠে এসেছে আলোচনায়। তার একমাত্র কারণ, কাজল আগারওয়ালের সঙ্গে সালমানের একটি দৃশ্য।
সিনেমার ফাইনাল কাটে জায়গা পায়নি দৃশ্যটি, বাদ দেওয়া হয়েছিল। তবে দৃশ্যটি ছিল সিকান্দারের পাইরেটেড ভার্সনে। ওই দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপ মন ছুঁয়ে গেছে সবার। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটি শেয়ার করে অনেকেই বলছেন, সিকান্দারের চূড়ান্ত ভার্সনে দৃশ্যটি রাখা উচিত ছিল। অন্তত এই দৃশ্যের কারণে আরও বেশি দর্শক যেত সিনেমা হলে।

সিকান্দার সিনেমায় সালমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অঙ্গদান করেছিল। স্ত্রীর ফুসফুস, হার্ট ও চোখ দেওয়া হয় ভিন্ন তিনজনকে। যাদের অঙ্গদান করা হয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নেয় সিকান্দার। চোখ দেওয়া হয় কাজলকে।
মুছে দেওয়া যে দৃশ্য নিয়ে এত আলোচনা চলছে, ওই দৃশ্যে দেখা যায়, পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে কাজল অভিনীত চরিত্রটি। বাড়িতে লোকের ভিড়। সবাই নানা কথা শোনাচ্ছে কাজলকে। এই পরিস্থিতিতে সেখানে হাজির হয় সিকান্দার। কাজলকে বোঝায় জীবনের গুরুত্ব, বেঁচে থাকার সৌন্দর্য। এ দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপগুলো এতই জীবন্ত ও অনুপ্রেরণার যে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অথচ দৃশ্যটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটা অতি আশ্চর্যের! অনেকে তাই এটিকে বলছেন, ‘বাজে সম্পাদনার আদর্শ উদাহরণ।’
বক্স অফিসে ধুঁকলেও ২০০ কোটি রুপি বাজেটের সিকান্দার ঠিকই লগ্নি তুলে নিতে পেরেছে। আগামী মাসেই সিনেমাটি আসবে নেটফ্লিক্সে। বাদ দেওয়া দৃশ্য নিয়ে নতুন করে এই আলোচনার ফলে ওটিটিতে সিকান্দার আলোড়ন তুলবে, আশা করছেন সবাই।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে