
বলিউডের বাদশাহখ্যাত শাহরুখ খান শুধু ভারতে নন, সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়। সম্প্রতি শাহরুখের সিনেমা ‘পাঠান’ মুক্তির পর তাঁর জনপ্রিয়তা আরেকবার টের পাচ্ছে বিশ্ববাসী। ভারতসহ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এরপর থেকে প্রশংসায় ভাসছেন শাহরুখ। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রাজিলের বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো।
পাওলো কোয়েলহো এক টুইটার পোস্টে শাহরুখের ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘কিং’ বলে সম্বোধন করেছেন।
গত ৩০ জানুয়ারি শাহরুখ খান তাঁর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায়, ভারতের মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের সামনে হাজার হাজার ভক্তদের উচ্ছ্বাস। তাদের এই ভালোবাসার প্রতিদানে ঘরে থাকতে পারেননি শাহরুখ। বারান্দায় এসে শুভেচ্ছা বিনিময় করেছিলেন এই অভিনেতা।
শাহরুখের সেই টুইটার পোস্ট নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন পাওলো কোয়েলহো। সঙ্গে তিনি লেখেন, ‘বাদশাহ, কিংবদন্তি, বন্ধু—কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন সেরা অভিনেতা। পশ্চিমের যারা তাঁকে চেন না, তাদের অনুরোধ করছি ‘‘মাই নেম ইজ খান’’ দেখো।’
ব্রাজিলের ঔপন্যাসিক পাওলো কোয়েলহো তাঁর বেস্ট সেলার ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এ ছাড়া তাঁর লেখা ‘দ্য এলিভেন মিনিটস’, ‘দ্য স্পাই’, ও ‘দ্য আর্চার’ বইয়ের জন্যও তিনি ভীষণ জনপ্রিয়।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। এর মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন কিং খান। মুক্তির মাত্র ৯ দিনেই ৭০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। প্রতিদিনই ভাঙছে একের পর এক রেকর্ড। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। আর বিশেষ চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছিলেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান।
পাঠানের ব্যাপক সাফল্যের পর শাহরুখ খান গত বুধবার থেকে দক্ষিণের পরিচালক অ্যাটলির সিনেমা ‘জওয়ান’-এর শুটিং সেটে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই শুটিংয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে। কালো শার্ট, উসকোখুসকো চুল আর সারা মুখে প্যাঁচানো ব্যান্ডেজ—এমনই লুকে দেখা গেছে শাহরুখকে।

বলিউডের বাদশাহখ্যাত শাহরুখ খান শুধু ভারতে নন, সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়। সম্প্রতি শাহরুখের সিনেমা ‘পাঠান’ মুক্তির পর তাঁর জনপ্রিয়তা আরেকবার টের পাচ্ছে বিশ্ববাসী। ভারতসহ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এরপর থেকে প্রশংসায় ভাসছেন শাহরুখ। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রাজিলের বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো।
পাওলো কোয়েলহো এক টুইটার পোস্টে শাহরুখের ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘কিং’ বলে সম্বোধন করেছেন।
গত ৩০ জানুয়ারি শাহরুখ খান তাঁর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায়, ভারতের মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের সামনে হাজার হাজার ভক্তদের উচ্ছ্বাস। তাদের এই ভালোবাসার প্রতিদানে ঘরে থাকতে পারেননি শাহরুখ। বারান্দায় এসে শুভেচ্ছা বিনিময় করেছিলেন এই অভিনেতা।
শাহরুখের সেই টুইটার পোস্ট নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন পাওলো কোয়েলহো। সঙ্গে তিনি লেখেন, ‘বাদশাহ, কিংবদন্তি, বন্ধু—কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন সেরা অভিনেতা। পশ্চিমের যারা তাঁকে চেন না, তাদের অনুরোধ করছি ‘‘মাই নেম ইজ খান’’ দেখো।’
ব্রাজিলের ঔপন্যাসিক পাওলো কোয়েলহো তাঁর বেস্ট সেলার ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এ ছাড়া তাঁর লেখা ‘দ্য এলিভেন মিনিটস’, ‘দ্য স্পাই’, ও ‘দ্য আর্চার’ বইয়ের জন্যও তিনি ভীষণ জনপ্রিয়।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। এর মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন কিং খান। মুক্তির মাত্র ৯ দিনেই ৭০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। প্রতিদিনই ভাঙছে একের পর এক রেকর্ড। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। আর বিশেষ চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছিলেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান।
পাঠানের ব্যাপক সাফল্যের পর শাহরুখ খান গত বুধবার থেকে দক্ষিণের পরিচালক অ্যাটলির সিনেমা ‘জওয়ান’-এর শুটিং সেটে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই শুটিংয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে। কালো শার্ট, উসকোখুসকো চুল আর সারা মুখে প্যাঁচানো ব্যান্ডেজ—এমনই লুকে দেখা গেছে শাহরুখকে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
৮ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
৮ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
৮ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
৮ ঘণ্টা আগে