
বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।
৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।

আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।

ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।
হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।

বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।
৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।

আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।

ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।
হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে