
বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।
৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।

আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।

ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।
হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।

বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নেই। সেই পাতৌদির আমল থেকে একে অপরের সঙ্গে হাতধরাধরি করে চলে আসছে। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পাতৌদি থেকে আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা.. এমন উদাহরণ কম নেই। এবার সেই তালিকায় আরও এক জুটির নাম যোগ হলো- সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল।
৫ নভেম্বর ছিল অভিনেত্রী আথিয়া শেঠির জন্মদিন। আর এই বিশেষ দিনে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কেএল রাহুল। শুভেচ্ছা বার্তায় তাঁদের ঘনিষ্ঠ এক ছবিও প্রকাশ করেন। এতদিন সম্পর্ক নিয়ে রাকঢাক করলেও এবার প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা।

আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি ছবি পোস্ট করেন কে এল রাহুল। একটি ছবিতে আথিয়াকে আলতো আলিঙ্গন করছেন কেএল। অপর ছবিতে তারকা জুটিকে ভেংচি কাটতে দেখা গেছে। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন (সঙ্গে লাল হৃদয় ইমোজি)’। আর লাল হদয়ের ইমোজি ব্যবহার করতেই যেন সব গোপন তথ্যের উত্তর পাওয়া গেল।
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী আথিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল বহু দিনের। চলতি বছর দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন আথিয়া। রাহুলের অর্ধ শতরানে গ্যালারিতে আথিয়ার উচ্ছ্বাস নজর এড়ায়নি টিভি ক্যামেরার।

ভারতীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার সময় বিসিসিআই-এর কাছে আথিয়াকে নিজের সঙ্গীনি বলে উল্লেখ করেছিলেন কেএল রাহুল। যখন ইংল্যান্ড সফরে ছিল ভারতীয় ক্রিকেট টিম। সঙ্গে ছিল তাঁদের পরিবারও। তখনই কেএল এনং আথিয়াকে এক ফ্রেমে দেখা যায় অন্যান্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে।
হিরো (২০১৫), মুবারাকান (২০১৭) এবং মতিচুর চানাচুর (২০১৯) এর মতো ছবিতে অভিনয় করেছেন আথিয়া। ২০১৫ সালে বলিউডে অভিষেক হয় এই তারকা সন্তানের।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৪ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৫ ঘণ্টা আগে