
বলিউডে কাপুর ও অরোরা বোনদের বন্ধুত্ব বহু পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাপারাৎজিদের শেয়ার করা ছবির জন্য দর্শকেরাও জেনে গেছেন যে, প্রায়ই একসঙ্গে সময় কাটান এই তারকারা। কখনও লাঞ্চ ডেট, তো কখনও টি পার্টি, বলিউড পাড়ার এই চারমূর্তিকে একসঙ্গেই দেখা যায় প্রায় সময়।
মুম্বাইয়ে করোনা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের। রোববার বন্ধুদের নিয়ে পার্টি করলেন কারিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর। দেখা গেল না শুধু কারিশমা কাপুরকে।
রোববারের ডিনার পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাল অমৃতা ও কারিনাকে।
বোন অমৃতা অরোরার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে সেলফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।
গার্লস গ্যাং নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যাচ্ছে।
একটি ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল কারিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাটকে দেখা যায়। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ইয়ে কমবখত ইশক’।

বলিউডে কাপুর ও অরোরা বোনদের বন্ধুত্ব বহু পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাপারাৎজিদের শেয়ার করা ছবির জন্য দর্শকেরাও জেনে গেছেন যে, প্রায়ই একসঙ্গে সময় কাটান এই তারকারা। কখনও লাঞ্চ ডেট, তো কখনও টি পার্টি, বলিউড পাড়ার এই চারমূর্তিকে একসঙ্গেই দেখা যায় প্রায় সময়।
মুম্বাইয়ে করোনা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের। রোববার বন্ধুদের নিয়ে পার্টি করলেন কারিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর। দেখা গেল না শুধু কারিশমা কাপুরকে।
রোববারের ডিনার পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাল অমৃতা ও কারিনাকে।
বোন অমৃতা অরোরার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে সেলফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।
গার্লস গ্যাং নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যাচ্ছে।
একটি ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল কারিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাটকে দেখা যায়। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ইয়ে কমবখত ইশক’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৪ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৪ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৪ ঘণ্টা আগে