
বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হল।’
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরশাদ ওয়ার্সি। আর গত ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং।
অক্ষয় কুমারের সঙ্গে মিশন ‘রানিগঞ্জ’ ও ‘স্পেশাল ২৬’- এ একসঙ্গে কাজ করেছেন খরাজ। কিন্তু, আরশাদ ওয়ারর্সির সঙ্গে এটাই প্রথম কাজ খরাজের।
বলিউডের পাওয়ারফুল স্টারের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে খরাজ মুখার্জি বললেন, ‘অক্ষয়জির সঙ্গে দুটো ছবিতে আমি কাজ করেছি। এই ছবিতে তৃতীয় কাজ। তবে আরশাদজির সঙ্গে প্রথমবার কাজ করলাম। অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা।’
অভিনেতা আরও বলেন, ‘হাই-হ্যালো দিয়ে সেটে গিয়ে সৌজন্য বিনিময় হল। তারপর বললাম, আমি কিন্তু, আপনার বিরাট ফ্যান। আমার অনেক সৌভাগ্য যখন উনি বললেন, আমিও কিন্তু, আপনার কাজ দেখেছি। সুভাষদা যখন আমাকে বললেন খরাজ মুখার্জি এই ছবিতে কাজ করছেন তখন আমি বললাম আমি ওর কাজও দেখেছি। এটা শুনে একটাই কথা বললাম, আমি গ্রেটফুল। একসঙ্গে যখন কাজ করছি যদি কোনও ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই বলবেন। আরশাদজি আমাকে সঙ্গে সঙ্গে বললেন চিন্তার কোনও কারণ নেই। যা ভুল হওয়ায় আমার তরফেই হবে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হল।’
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরশাদ ওয়ার্সি। আর গত ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং।
অক্ষয় কুমারের সঙ্গে মিশন ‘রানিগঞ্জ’ ও ‘স্পেশাল ২৬’- এ একসঙ্গে কাজ করেছেন খরাজ। কিন্তু, আরশাদ ওয়ারর্সির সঙ্গে এটাই প্রথম কাজ খরাজের।
বলিউডের পাওয়ারফুল স্টারের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে খরাজ মুখার্জি বললেন, ‘অক্ষয়জির সঙ্গে দুটো ছবিতে আমি কাজ করেছি। এই ছবিতে তৃতীয় কাজ। তবে আরশাদজির সঙ্গে প্রথমবার কাজ করলাম। অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা।’
অভিনেতা আরও বলেন, ‘হাই-হ্যালো দিয়ে সেটে গিয়ে সৌজন্য বিনিময় হল। তারপর বললাম, আমি কিন্তু, আপনার বিরাট ফ্যান। আমার অনেক সৌভাগ্য যখন উনি বললেন, আমিও কিন্তু, আপনার কাজ দেখেছি। সুভাষদা যখন আমাকে বললেন খরাজ মুখার্জি এই ছবিতে কাজ করছেন তখন আমি বললাম আমি ওর কাজও দেখেছি। এটা শুনে একটাই কথা বললাম, আমি গ্রেটফুল। একসঙ্গে যখন কাজ করছি যদি কোনও ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই বলবেন। আরশাদজি আমাকে সঙ্গে সঙ্গে বললেন চিন্তার কোনও কারণ নেই। যা ভুল হওয়ায় আমার তরফেই হবে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৩ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১৮ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
১৮ ঘণ্টা আগে