
ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।

ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে