
সত্যিই কি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়? এই ভারতীয় তারকা নিজেই স্বীকার করেছেন যে, তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন, এমনকী এখনও তাঁর সেই দেশের পাসপোর্ট রয়েছে। কখনো সে কথা লুকিয়ে রাখেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিয়মিত ট্রল হন অক্ষয় কুমার। এমনকী তাঁর ছবি রক্ষা বন্ধন বয়কটের ডাকও দিয়েছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় কানাডা কুমার নামে ট্রলের মুখে পড়েছেন তিনি। অনেকের দাবি, অক্ষয় কুমার কানাডার নাগরিক তাই ভারতে তাঁর ছবি বয়কট করা উচিত। এবার এই প্রসঙ্গে মুখে খুললেন অক্ষয়।
বেশ কিছু বছর আগে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়। বিনা বাধাতেই সেই নাগরিকত্ব পেয়ে যান। যদি সত্যিই তিনি কানাডার নাগরিক হয়ে থাকেন তাহলে কোন দেশে কর প্রদান করেন অক্ষয়? কানাডায় কর দেওয়ার অধিকার রয়েছে অক্ষয়ের তবে তিনি কর দেন ভারতেই। এমনকী বেশ কয়েকবছর সর্বোচ্চ করদাতার সম্মানও পেয়েছেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে সার্টিফিকেট।
আগে বহুবার কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন অক্ষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে সেই ঘটনা। তিনি বলেন, ‘কিছু বছর আগে পরপর আমার ১৪-১৫টি সিনেমা ফ্লপ হয় বক্স অফিসে। কোনও ছবিই ব্যবসা করতে পারছিল না। সেই সময় সিনেমা ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবি। তখন কানাডায় বসবাসকারী আমার এক বন্ধু বলে যে সেদেশের নাগরিকত্ব নিয়ে নতুন ব্যবসা চালু করতে পারো। তার কথা মতো নাগরিকত্বের জন্য আবেদন করি। খুব তাড়াতাড়িই সেই কানাডার নাগরিকত্ব পেয়ে যাই।’
অক্ষয় আরও বলেন, ‘ভারতের বহু মানুষ কানাডায় গিয়ে কাজ করছে। অনেকেই সেখানে নাগরিকত্ব নিয়ে ব্যবসা করছেন। কিন্তু তারা এখনো ভারতীয়। আমি ওখানে নাগরিকত্ব পাওয়ার পর এখানে কয়েকটা ছবি হিট হয়ে যায়। তারপর আমি এখানেই থেকে যাই। আসলে সবটাই ভাগ্য। আমার কাছে দুই দেশেই কর দেওয়ার অপশন আছে কিন্তু আমি এই দেশেই কর দিই। কারণ আমার উপার্জন এখানেই হয়। অনেকেই আমার নাগরিকত্ব নিয়ে কথা বলে, আমায় কানাডা কুমার বলে। আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই। সেগুলো যে আমি জানি না, তা নয়। তবে আমি মনে প্রাণে ভারতীয়। ভারতকে আমার মতো করে ভালোবেসে যাবো সারাজীবন।’

সত্যিই কি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয়? এই ভারতীয় তারকা নিজেই স্বীকার করেছেন যে, তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন, এমনকী এখনও তাঁর সেই দেশের পাসপোর্ট রয়েছে। কখনো সে কথা লুকিয়ে রাখেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিয়মিত ট্রল হন অক্ষয় কুমার। এমনকী তাঁর ছবি রক্ষা বন্ধন বয়কটের ডাকও দিয়েছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় কানাডা কুমার নামে ট্রলের মুখে পড়েছেন তিনি। অনেকের দাবি, অক্ষয় কুমার কানাডার নাগরিক তাই ভারতে তাঁর ছবি বয়কট করা উচিত। এবার এই প্রসঙ্গে মুখে খুললেন অক্ষয়।
বেশ কিছু বছর আগে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অক্ষয়। বিনা বাধাতেই সেই নাগরিকত্ব পেয়ে যান। যদি সত্যিই তিনি কানাডার নাগরিক হয়ে থাকেন তাহলে কোন দেশে কর প্রদান করেন অক্ষয়? কানাডায় কর দেওয়ার অধিকার রয়েছে অক্ষয়ের তবে তিনি কর দেন ভারতেই। এমনকী বেশ কয়েকবছর সর্বোচ্চ করদাতার সম্মানও পেয়েছেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে সার্টিফিকেট।
আগে বহুবার কানাডার নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন অক্ষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে সেই ঘটনা। তিনি বলেন, ‘কিছু বছর আগে পরপর আমার ১৪-১৫টি সিনেমা ফ্লপ হয় বক্স অফিসে। কোনও ছবিই ব্যবসা করতে পারছিল না। সেই সময় সিনেমা ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথা ভাবি। তখন কানাডায় বসবাসকারী আমার এক বন্ধু বলে যে সেদেশের নাগরিকত্ব নিয়ে নতুন ব্যবসা চালু করতে পারো। তার কথা মতো নাগরিকত্বের জন্য আবেদন করি। খুব তাড়াতাড়িই সেই কানাডার নাগরিকত্ব পেয়ে যাই।’
অক্ষয় আরও বলেন, ‘ভারতের বহু মানুষ কানাডায় গিয়ে কাজ করছে। অনেকেই সেখানে নাগরিকত্ব নিয়ে ব্যবসা করছেন। কিন্তু তারা এখনো ভারতীয়। আমি ওখানে নাগরিকত্ব পাওয়ার পর এখানে কয়েকটা ছবি হিট হয়ে যায়। তারপর আমি এখানেই থেকে যাই। আসলে সবটাই ভাগ্য। আমার কাছে দুই দেশেই কর দেওয়ার অপশন আছে কিন্তু আমি এই দেশেই কর দিই। কারণ আমার উপার্জন এখানেই হয়। অনেকেই আমার নাগরিকত্ব নিয়ে কথা বলে, আমায় কানাডা কুমার বলে। আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই। সেগুলো যে আমি জানি না, তা নয়। তবে আমি মনে প্রাণে ভারতীয়। ভারতকে আমার মতো করে ভালোবেসে যাবো সারাজীবন।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৫ ঘণ্টা আগে