
দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল বুধবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী দিন সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকুল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী, অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম’ ভরতনাট্যম, অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক, রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম, কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা’ সৃজনশীল, আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী, মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল, মেহেরাজ হক তুষার ‘মা’ সমসাময়িক, মোহনা মিম ‘তিল্লানা’ ভরতনাট্যম, মৌসুমী রানী বর্মণ ‘চন্ডি বন্দনা’ গৌড়ীয়, হেনা হোসেন ‘আমি বনফুল গো’ সৃজনশীল, অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক, মো. সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।
অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল বুধবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী দিন সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকুল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী, অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম’ ভরতনাট্যম, অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক, রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম, কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা’ সৃজনশীল, আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী, মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল, মেহেরাজ হক তুষার ‘মা’ সমসাময়িক, মোহনা মিম ‘তিল্লানা’ ভরতনাট্যম, মৌসুমী রানী বর্মণ ‘চন্ডি বন্দনা’ গৌড়ীয়, হেনা হোসেন ‘আমি বনফুল গো’ সৃজনশীল, অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক, মো. সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।
অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৮ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে