
বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র আসর ‘অ্যাকাডেমি পুরস্কার’-এর (অস্কার) সদস্যপদ ত্যাগ করলেন অভিনেতা উইল স্মিথ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে উইল স্মিথের পক্ষ থেকে বলা হয়, ‘আমি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যপদ ত্যাগ করছি। বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা-ই মেনে নেব। ৯৪তম একাডেমি পুরস্কার উপস্থাপনায় আমার কাজগুলো হতবাক, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল ৷ আমার আচরণে যাঁরা ব্যথিত হয়েছেন, তাঁদের তালিকাটি দীর্ঘ। এতে ক্রিস, তার পরিবার, আমার অনেক প্রিয় বন্ধু এবং প্রিয়জন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শক রয়েছেন।’
এবারের আসরে 'কিং রিচার্ড'-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন। গত রোববার ওভ্যাশন হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার অনুষ্ঠানে দর্শক সারি থেকে মঞ্চে এসে অস্কার উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন স্মিথ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্কার আসরে স্মিথের স্ত্রী জ্যাডা পিনকেট স্মিথের উপস্থিতি নিয়ে রক কৌতুক করায় ক্ষিপ্ত স্মিথ এমন কাণ্ড ঘটিয়েছেন। এমন কৌতুক পূর্বপরিকল্পিত হলেও স্মিথ তা মেনে নিতে পারেননি।
পরে এ ঘটনায় ফেসবুকে ক্ষমা চেয়ে স্মিথ লেখেন, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু অসুস্থ জাডার (স্মিথের স্ত্রী) শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’

বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র আসর ‘অ্যাকাডেমি পুরস্কার’-এর (অস্কার) সদস্যপদ ত্যাগ করলেন অভিনেতা উইল স্মিথ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে উইল স্মিথের পক্ষ থেকে বলা হয়, ‘আমি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যপদ ত্যাগ করছি। বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা-ই মেনে নেব। ৯৪তম একাডেমি পুরস্কার উপস্থাপনায় আমার কাজগুলো হতবাক, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল ৷ আমার আচরণে যাঁরা ব্যথিত হয়েছেন, তাঁদের তালিকাটি দীর্ঘ। এতে ক্রিস, তার পরিবার, আমার অনেক প্রিয় বন্ধু এবং প্রিয়জন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শক রয়েছেন।’
এবারের আসরে 'কিং রিচার্ড'-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন। গত রোববার ওভ্যাশন হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার অনুষ্ঠানে দর্শক সারি থেকে মঞ্চে এসে অস্কার উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন স্মিথ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্কার আসরে স্মিথের স্ত্রী জ্যাডা পিনকেট স্মিথের উপস্থিতি নিয়ে রক কৌতুক করায় ক্ষিপ্ত স্মিথ এমন কাণ্ড ঘটিয়েছেন। এমন কৌতুক পূর্বপরিকল্পিত হলেও স্মিথ তা মেনে নিতে পারেননি।
পরে এ ঘটনায় ফেসবুকে ক্ষমা চেয়ে স্মিথ লেখেন, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু অসুস্থ জাডার (স্মিথের স্ত্রী) শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ততটা সুবিধা করতে পারেনি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। গত ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের বিস্তর প্রশংসা পেয়েছিল। কিন্তু সাধারণ দর্শকদের সাড়া সেভাবে পাননি নির্মাতা সুপর্ণ ভার্মা। সেই ব্যর্থতা মাথায় নিয়েই ২ জানুয়ারি নেটফ্লিক্সে আসে হক।
৭ ঘণ্টা আগে