বিনোদন প্রতিবেদক, ঢাকা

বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ১৯ জুলাই একই স্থান ও সময়ে হবে দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক আজাদ আবুল কালাম জানান, একজন বণিক, একজন গাইড ও একজন কুলি রওনা করে বিশেষ এক অভিযানে। তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো বাহারস্থান যাওয়া। সেখানে পৌঁছাতে পারলে এই বণিক তেলের সন্ধান পাবে। তাই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ করা যায়। একপর্যায়ে গাইডকে সন্দেহ করে ওই বণিক। বাদ দিয়ে দেয় তাকে। এরপর কুলিকে নিয়েও তার সন্দেহ বাড়তে থাকে। বণিকের মনে হয় কুলি তার সঙ্গে বেইমানি করতে পারে। কারণ কুলির ওপর সে অনেক অত্যাচার করেছে। একপর্যায়ে বণিকের পানির পিপাসা পায়। কিন্তু তার কাছে পানি শেষ হয়ে গেছে। সে সময় কুলি তাকে পানি দিতে গেলে বণিক ভীত হয়ে ওঠে। পানির বোতলকে সে মনে করে পাথর। ভাবে, কুলি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। ভীত হয়ে কুলিকে গুলি করে মেরে ফেলে। আদালতে বিচারকার্য বসে। আদালত মনে করে ভয় ও শঙ্কা থেকে বণিক এমনটা করেছে। রায় যায় বণিকের পক্ষে। আদালত ও আইন যে একটা নির্দিষ্ট শ্রেণির হাতেই থেকে যায়, এটাই নাটকের মূল বক্তব্য।
আজাদ আবুল কালাম বলেন, ‘এই নাটক ভীষণভাবে পলিটিক্যাল। রাজনৈতিক বক্তব্যই এখানে প্রধান। এই সময়ে এই নাটকের প্রেক্ষাপট ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে আমরা দেখেছি বৈষম্যহীন সমাজ, আইনের শাসন এগুলোর প্রতি জনআকাঙ্ক্ষা। এই জনআকাঙ্ক্ষাই ফুটে ওঠে এই নাটকে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাখাওয়াত হোসেন রিজভী ও একদল নতুন অভিনেতা। সেট ডিজাইন করেছেন মো. সাইফুল ইসলাম, মিউজিক করেছেন নীল কামরুল। কোরিওগ্রাফি করেছেন শান্তা শাহরীন এবং কস্টিউম ডিজাইন করেছেন বিলকিস জাহান জেবা।

বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ১৯ জুলাই একই স্থান ও সময়ে হবে দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক আজাদ আবুল কালাম জানান, একজন বণিক, একজন গাইড ও একজন কুলি রওনা করে বিশেষ এক অভিযানে। তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো বাহারস্থান যাওয়া। সেখানে পৌঁছাতে পারলে এই বণিক তেলের সন্ধান পাবে। তাই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ করা যায়। একপর্যায়ে গাইডকে সন্দেহ করে ওই বণিক। বাদ দিয়ে দেয় তাকে। এরপর কুলিকে নিয়েও তার সন্দেহ বাড়তে থাকে। বণিকের মনে হয় কুলি তার সঙ্গে বেইমানি করতে পারে। কারণ কুলির ওপর সে অনেক অত্যাচার করেছে। একপর্যায়ে বণিকের পানির পিপাসা পায়। কিন্তু তার কাছে পানি শেষ হয়ে গেছে। সে সময় কুলি তাকে পানি দিতে গেলে বণিক ভীত হয়ে ওঠে। পানির বোতলকে সে মনে করে পাথর। ভাবে, কুলি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। ভীত হয়ে কুলিকে গুলি করে মেরে ফেলে। আদালতে বিচারকার্য বসে। আদালত মনে করে ভয় ও শঙ্কা থেকে বণিক এমনটা করেছে। রায় যায় বণিকের পক্ষে। আদালত ও আইন যে একটা নির্দিষ্ট শ্রেণির হাতেই থেকে যায়, এটাই নাটকের মূল বক্তব্য।
আজাদ আবুল কালাম বলেন, ‘এই নাটক ভীষণভাবে পলিটিক্যাল। রাজনৈতিক বক্তব্যই এখানে প্রধান। এই সময়ে এই নাটকের প্রেক্ষাপট ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে আমরা দেখেছি বৈষম্যহীন সমাজ, আইনের শাসন এগুলোর প্রতি জনআকাঙ্ক্ষা। এই জনআকাঙ্ক্ষাই ফুটে ওঠে এই নাটকে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাখাওয়াত হোসেন রিজভী ও একদল নতুন অভিনেতা। সেট ডিজাইন করেছেন মো. সাইফুল ইসলাম, মিউজিক করেছেন নীল কামরুল। কোরিওগ্রাফি করেছেন শান্তা শাহরীন এবং কস্টিউম ডিজাইন করেছেন বিলকিস জাহান জেবা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৩ ঘণ্টা আগে