Ajker Patrika

ভালোবাসা দিবসে আসছে ফাহমিদা ও জয়ের ‘চায়ের কাপে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভালোবাসা দিবসে আসছে ফাহমিদা ও জয়ের ‘চায়ের কাপে’
জয় শাহরিয়ার ও ফাহমিদা নবী ।ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জয় শাহরিয়ারকে নিয়ে একটি নতুন গান তৈরি করছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের এজিএম অনন্যা রুমা। কয়েক দিন আগে রাজধানীর ধানমন্ডির চাওয়ালী নামের চায়ের দোকানে বসে পরিকল্পনা করা হয় গানটির। সেই পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে শেষ হয়েছে গান রেকর্ডিং। গানটির শিরোনাম ‘চায়ের কাপে’। লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত আয়োজন করেছেন জয় শাহরিয়ার। আসছে ভালোবাসা দিবসে প্রকাশিত হবে গানটি।

গত রোববার রাজধানীর মগবাজারে জয় শাহরিয়ারের স্টুডিও আজব রেকর্ডসে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। একই দিনে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ারও। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হবে।

অনন্যা রুমা বলেন, ‘ফাহমিদা আপার সঙ্গে কথাচ্ছলে গানের ভাবনাটা শেয়ার করি। তাঁর ভীষণ মনে ধরে। তখনই কাজের পরিকল্পনাটা সেরে ফেলি। চায়ের কাপে আসলে আমাদের সবার ভালো লাগার ভালোবাসার একটি কাজ। সবাই যার যার অবস্থান থেকে একটি সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চেষ্টা করছি।’

ফাহমিদা নবী বলেন, ‘একে অপরকে ভালোবাসতে, ভালো থাকতে, সুন্দরভাবে জীবন যাপনে উৎসাহিত করতে এই গান করা। অনন্যা রুমাই গানটির মূল উদ্যোক্তা। ধন্যবাদ তাঁকে এমন সুন্দর একটি উদ্যোগের জন্য।’

জয় শাহরিয়ার বলেন, ‘ফাহমিদা আপার সঙ্গে কাজ করছি আমি দীর্ঘদিন ধরেই। আমার একান্তই নিজের মানুষদের একজন তিনি। আপার সঙ্গে অনেক দিন ধরেই নতুন কাজ হচ্ছিল না। অবশেষে চায়ের কাপে গানটি হয়ে গেল। আমি সাধারণত অন্য গীতিকারের গানে কাজ করি না। কিন্তু অলি আমার খুব কাছের বন্ধু। তার লেখা আমার ভীষণ পছন্দ। বাণিজ্যের কথা ভেবে এই গান করা হয়নি। আমরা চারজন মানুষ আনন্দের জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে, শ্রোতাদের ভালো লাগার কথা ভেবে এই গান করছি।’

এর আগে জয় শাহরিয়ারের সুরে ‘কতো না আমার তুমি’, ‘শ্রাবণ’, ‘না হয় শুধু এতটুকু হোক’সহ বেশ কিছু গান গেয়েছেন ফাহমিদা নবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি

ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী

আজকের রাশিফল: প্রাক্তনের বিয়েতে গিফট বা ‘মিস ইউ’ মেসেজ পাঠাবেন না, দরজায় বিপদ

বগুড়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত