বিনোদন ডেস্ক

গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায়। আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য়। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।
২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে কড়ক সিং, আর তিনটি বিভাগে পেয়েছে খুফিয়া।
জয়া অভিনীত কড়ক সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার সহশিল্পী বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, চিত্রগাহক, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক অ্যালবাম ও স্টোরিসহ মোট ১১টি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে কড়ক সিং।

নিজে মনোনয়ন না পেলেও কড়ক সিংয়ের এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কড়ক সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কড়ক সিং দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া।
জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া, পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এ সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যে মোড়া। খুফিয়ার অক্টোপাস সে। ভালো নাম হেনা রহমান। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটির ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। খুফিয়াও মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি সমকামী দেখানো হয়েছে। তাতে সমালোচনা মুখে পড়েছিলেন বাঁধন।
আরও খবর পড়ুন:

গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায়। আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য়। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।
২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে কড়ক সিং, আর তিনটি বিভাগে পেয়েছে খুফিয়া।
জয়া অভিনীত কড়ক সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার সহশিল্পী বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, চিত্রগাহক, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক অ্যালবাম ও স্টোরিসহ মোট ১১টি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে কড়ক সিং।

নিজে মনোনয়ন না পেলেও কড়ক সিংয়ের এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কড়ক সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কড়ক সিং দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া।
জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া, পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এ সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যে মোড়া। খুফিয়ার অক্টোপাস সে। ভালো নাম হেনা রহমান। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটির ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। খুফিয়াও মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি সমকামী দেখানো হয়েছে। তাতে সমালোচনা মুখে পড়েছিলেন বাঁধন।
আরও খবর পড়ুন:

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে