Ajker Patrika

পরিচালক নিজেই জানেন না সিনেমা মুক্তির খবর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ছায়া’ সিনেমায় বুবলী, আসিফ নূর, লুবাবা, পল্লব ও সুষমা সরকার। ছবি: সংগৃহীত
‘ছায়া’ সিনেমায় বুবলী, আসিফ নূর, লুবাবা, পল্লব ও সুষমা সরকার। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে ২০২৩ সালে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেন ‘ছায়া’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে ছায়া।

সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিয়েছে আইস্ক্রিন। তবে বিষয়টি জানেন না নির্মাতা নিজেই। পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, ছায়া সিনেমার মুক্তি নিয়ে প্রযোজক কিংবা আইস্ক্রিন—কেউই এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। সুমন বলেন, ‘ছায়া সিনেমার প্রযোজক মনে হয় চ্যানেল আইয়ের কাছে সিনেমাটি বিক্রি করেছে। তারা কী প্ল্যান করেছে, এখনো আমাকে জানায়নি। ঈদে রিলিজ করছে কি না বা কোথায় রিলিজ করছে, বিষয়টি আমি জানি না। সামনে হয়তো জানাবে। তবে সিনেমাটি রিলিজ হলে তো আমাদের সবার জন্য ভালো।’

ছায়া গল্পের কেন্দ্রে আছে দুই শিশু। নির্মাতা বলেন, ‘শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ হয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতে ছায়া সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিই। গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। এক সময় তাদের ঘরে আসে সৎমা। একসময় সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। তার পক্ষে আইনি লড়াইয়ে নামে এক আইনজীবী। শেষে সে প্রমাণ করে, মেয়েটি তার সৎমাকে মারেনি।’

এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, বাবার চরিত্রে অভিনয় করেছেন পল্লব। এই সিনেমা দিয়ে ১৫ বছর পর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন শবনম বুবলী। আরও আছেন সুষমা সরকার, আসিফ নূর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...