বিনোদন প্রতিবেদক, ঢাকা

একসময় অশ্লীল সংলাপ আর যৌনতার বাহুল্য ছিল বেশির ভাগ ওয়েব কনটেন্টে। দর্শক টানতে অশ্লীলতাকেই পুঁজি করতেন নির্মাতারা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। দেশের প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়াহিদ তারেকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ কিংবা শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’ সিরিজগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সময়ের সঙ্গে সেই প্রবণতা থেকে সরে এসেছেন নির্মাতারা।
অশ্লীলতা পরিহার করে মনোযোগ দিয়েছেন মানসম্পন্ন নির্মাণের দিকে। তবে গত কোরবানির ঈদে আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৩ পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনী বানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সিরিজটির অন্যতম প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে আরও আছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া মিথিলা প্রমুখ। অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে।
পাপ কাহিনীর গল্প মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। একসময় তার চোখ পড়ে স্ত্রীর বোনের দিকে। তবে সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। প্রতিশোধ নেওয়ার জন্য মফিজকে খুন করে সে।

গল্পকে আকর্ষণীয় করে তুলতে নির্মাতারা মনোযোগ দেন চিত্রনাট্য, সংলাপ, সিনেমাটোগ্রাফির দিকে। কিন্তু নির্মাতা জয়ের মনোযোগ ছিল অশ্লীল সংলাপ ও রগরগে দৃশ্যে। প্রায় প্রতিটি দৃশ্যে অশ্লীল সংলাপ শোনা গেছে মফিজ চরিত্রে অভিনয় করা জয়ের মুখে। দেখলেই বোঝা যায়, গল্পের প্রয়োজন নয়, ইচ্ছাকৃতভাবেই এসব সংলাপ জুড়ে দেওয়া হয়েছে।
প্রতিশোধ নেওয়ার জন্য স্বামীর সামনে অন্য ব্যক্তির সঙ্গে মিলনের দৃশ্য দেখানো হয়েছে। এ ছাড়া সিরিজে অভিনেত্রী মৌসুমী মৌর গোসলের দুটি দৃশ্য রয়েছে। উন্মুক্ত পিঠে পানি ঢালা থেকে শুরু করে পুরো দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে অশালীনভাবে।
অঢেল টাকার মালিক হয়ে মফিজ যখন পতিতালয়ে সময় কাটাচ্ছে, তখন এক বন্ধু পরামর্শ দেয়, তার উচিত সিনেমায় টাকা ঢালা। তবেই নায়িকাদের নিজের করে পাওয়া যাবে। যত নামী নায়িকাই হোক না কেন! আসলেই কি এমনটা হয় শোবিজে? এত বছর মিডিয়ায় কাজ করার পরও এ ধরনের ভাবনা শাহরিয়ার নাজিম জয় কীভাবে পর্দায় দেখালেন, সে প্রশ্ন করাই যায়। যদিও শেষ পর্যন্ত পাপ কাহিনীতে নায়িকার মন জয় করতে পারে না মফিজ।
সম্প্রতি আইস্ক্রিনের ফেসবুক পেজে পাপ কাহিনী সিরিজের কয়েকটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এমন ভিডিও প্রকাশের পর অনেকে অশ্লীল সংলাপের সমালোচনা করছেন। নির্মাতা হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের দায়বদ্ধতা নিয়েও উঠেছে প্রশ্ন।

একসময় অশ্লীল সংলাপ আর যৌনতার বাহুল্য ছিল বেশির ভাগ ওয়েব কনটেন্টে। দর্শক টানতে অশ্লীলতাকেই পুঁজি করতেন নির্মাতারা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। দেশের প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়াহিদ তারেকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ কিংবা শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’ সিরিজগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সময়ের সঙ্গে সেই প্রবণতা থেকে সরে এসেছেন নির্মাতারা।
অশ্লীলতা পরিহার করে মনোযোগ দিয়েছেন মানসম্পন্ন নির্মাণের দিকে। তবে গত কোরবানির ঈদে আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৩ পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনী বানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সিরিজটির অন্যতম প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে আরও আছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া মিথিলা প্রমুখ। অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে।
পাপ কাহিনীর গল্প মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। একসময় তার চোখ পড়ে স্ত্রীর বোনের দিকে। তবে সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। প্রতিশোধ নেওয়ার জন্য মফিজকে খুন করে সে।

গল্পকে আকর্ষণীয় করে তুলতে নির্মাতারা মনোযোগ দেন চিত্রনাট্য, সংলাপ, সিনেমাটোগ্রাফির দিকে। কিন্তু নির্মাতা জয়ের মনোযোগ ছিল অশ্লীল সংলাপ ও রগরগে দৃশ্যে। প্রায় প্রতিটি দৃশ্যে অশ্লীল সংলাপ শোনা গেছে মফিজ চরিত্রে অভিনয় করা জয়ের মুখে। দেখলেই বোঝা যায়, গল্পের প্রয়োজন নয়, ইচ্ছাকৃতভাবেই এসব সংলাপ জুড়ে দেওয়া হয়েছে।
প্রতিশোধ নেওয়ার জন্য স্বামীর সামনে অন্য ব্যক্তির সঙ্গে মিলনের দৃশ্য দেখানো হয়েছে। এ ছাড়া সিরিজে অভিনেত্রী মৌসুমী মৌর গোসলের দুটি দৃশ্য রয়েছে। উন্মুক্ত পিঠে পানি ঢালা থেকে শুরু করে পুরো দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে অশালীনভাবে।
অঢেল টাকার মালিক হয়ে মফিজ যখন পতিতালয়ে সময় কাটাচ্ছে, তখন এক বন্ধু পরামর্শ দেয়, তার উচিত সিনেমায় টাকা ঢালা। তবেই নায়িকাদের নিজের করে পাওয়া যাবে। যত নামী নায়িকাই হোক না কেন! আসলেই কি এমনটা হয় শোবিজে? এত বছর মিডিয়ায় কাজ করার পরও এ ধরনের ভাবনা শাহরিয়ার নাজিম জয় কীভাবে পর্দায় দেখালেন, সে প্রশ্ন করাই যায়। যদিও শেষ পর্যন্ত পাপ কাহিনীতে নায়িকার মন জয় করতে পারে না মফিজ।
সম্প্রতি আইস্ক্রিনের ফেসবুক পেজে পাপ কাহিনী সিরিজের কয়েকটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এমন ভিডিও প্রকাশের পর অনেকে অশ্লীল সংলাপের সমালোচনা করছেন। নির্মাতা হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের দায়বদ্ধতা নিয়েও উঠেছে প্রশ্ন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে