বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। ২১ জানুয়ারি রশিদ উদ্দিনের ১৩৭তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তথ্যচিত্রটির সহকারী পরিচালক কবি শিমুল সালাহ্উদ্দিন।
নির্মাতা শাকুর মজিদ বলেন, ‘বাউল রশিদ উদ্দিনের “এই যে দুনিয়া কিসেরও লাগিয়া” অথবা “শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি”র মতো জনপ্রিয় অনেক গান লুট হয়ে গেছে। যাঁর গানে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাবজগৎ, সেই মানুষটি আজ ইতিহাসের আড়ালে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য।’
উদ্বোধনী প্রদর্শনী শেষে নির্মাতা জানান, ভাটিবাংলার লোকসংগীতের সাধক বাউল কবি রশিদ উদ্দিনের জন্ম ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোনার বাহিরচাপড়া গ্রামে। শাহ আবদুল করিম, উকিল মুন্সি, জালাল খাঁর মতো খ্যাতিমান অনেক শিল্পী ছিলেন তাঁর প্রত্যক্ষ শিষ্য। ২০২৫ সালের ১১ নভেম্বর বাউল রশিদ উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর হাতে লেখা পুরোনো পাণ্ডুলিপি দেখার সুযোগ হয় শাকুর মজিদের। সে সময় শিল্পীর উত্তরাধিকারীরা জানিয়েছেন, রশিদ উদ্দিনের বহু গান বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নিয়ে গিয়ে নাম বদলে নিজেদের নামে প্রচার করেছেন। ফলে জনপ্রিয় অনেক লোকগানের প্রকৃত রচয়িতার নাম সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। এই অবিচারের অনুসন্ধানেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাটিবাংলার অধিরাজ: বাউল কবি রশিদ উদ্দিনের অধিকারহীনতার সন্ধানে।’
তথ্যচিত্রটির বিষয়বস্তু সম্পর্কে শাকুর মজিদ জানান, প্রামাণ্যচিত্রে রশিদ উদ্দিনের জীবন, সাধনা, শিষ্য-পরম্পরা, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, গান বিকৃতি, গানের স্রষ্টা হিসেবে ভুল নাম প্রচার এবং উত্তরাধিকারীদের সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে তথ্যভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে। নেত্রকোনার রাজুর বাজারের বাহিরচাপরা গ্রামে অবহেলায়, গরিবিয়ানায় ঘুমিয়ে আছেন রশিদ উদ্দিন। সাধক রশিদ উদ্দিন ছিলেন এক সহিষ্ণু ভাবজ্ঞানের পরিব্রাজক। বাউলজ্ঞান বিষয়টি গুরু পরম্পরাগত সাধন ও সাধনা। রশিদ উদ্দিন শুধু নিজে সাধনা করতেন না, তাঁর বাহিরচাপরা বাড়িটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বাংলার মালজোড়া গানের নতুন পথ। বহু ভাবমহাজনের সম্মিলন ঘটত এই বাড়িতে। ভাটিবাংলার বহু কিংবদন্তি বাউল এই বাড়িতে এসেছেন। গ্রহণ করেছেন শিক্ষা-দীক্ষা, সাধনা ও পরম্পরা। তথ্যচিত্রে নির্মাতা শাকুর মজিদ বাংলার বিস্মৃত এই পরম মহাজনকে ফিরিয়ে এনেছেন। তাঁর গানের অধিকার সংরক্ষণের দাবি ও যৌক্তিকতা তুলে ধরেছেন।

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। ২১ জানুয়ারি রশিদ উদ্দিনের ১৩৭তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তথ্যচিত্রটির সহকারী পরিচালক কবি শিমুল সালাহ্উদ্দিন।
নির্মাতা শাকুর মজিদ বলেন, ‘বাউল রশিদ উদ্দিনের “এই যে দুনিয়া কিসেরও লাগিয়া” অথবা “শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি”র মতো জনপ্রিয় অনেক গান লুট হয়ে গেছে। যাঁর গানে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাবজগৎ, সেই মানুষটি আজ ইতিহাসের আড়ালে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য।’
উদ্বোধনী প্রদর্শনী শেষে নির্মাতা জানান, ভাটিবাংলার লোকসংগীতের সাধক বাউল কবি রশিদ উদ্দিনের জন্ম ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোনার বাহিরচাপড়া গ্রামে। শাহ আবদুল করিম, উকিল মুন্সি, জালাল খাঁর মতো খ্যাতিমান অনেক শিল্পী ছিলেন তাঁর প্রত্যক্ষ শিষ্য। ২০২৫ সালের ১১ নভেম্বর বাউল রশিদ উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর হাতে লেখা পুরোনো পাণ্ডুলিপি দেখার সুযোগ হয় শাকুর মজিদের। সে সময় শিল্পীর উত্তরাধিকারীরা জানিয়েছেন, রশিদ উদ্দিনের বহু গান বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নিয়ে গিয়ে নাম বদলে নিজেদের নামে প্রচার করেছেন। ফলে জনপ্রিয় অনেক লোকগানের প্রকৃত রচয়িতার নাম সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। এই অবিচারের অনুসন্ধানেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাটিবাংলার অধিরাজ: বাউল কবি রশিদ উদ্দিনের অধিকারহীনতার সন্ধানে।’
তথ্যচিত্রটির বিষয়বস্তু সম্পর্কে শাকুর মজিদ জানান, প্রামাণ্যচিত্রে রশিদ উদ্দিনের জীবন, সাধনা, শিষ্য-পরম্পরা, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, গান বিকৃতি, গানের স্রষ্টা হিসেবে ভুল নাম প্রচার এবং উত্তরাধিকারীদের সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে তথ্যভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে। নেত্রকোনার রাজুর বাজারের বাহিরচাপরা গ্রামে অবহেলায়, গরিবিয়ানায় ঘুমিয়ে আছেন রশিদ উদ্দিন। সাধক রশিদ উদ্দিন ছিলেন এক সহিষ্ণু ভাবজ্ঞানের পরিব্রাজক। বাউলজ্ঞান বিষয়টি গুরু পরম্পরাগত সাধন ও সাধনা। রশিদ উদ্দিন শুধু নিজে সাধনা করতেন না, তাঁর বাহিরচাপরা বাড়িটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বাংলার মালজোড়া গানের নতুন পথ। বহু ভাবমহাজনের সম্মিলন ঘটত এই বাড়িতে। ভাটিবাংলার বহু কিংবদন্তি বাউল এই বাড়িতে এসেছেন। গ্রহণ করেছেন শিক্ষা-দীক্ষা, সাধনা ও পরম্পরা। তথ্যচিত্রে নির্মাতা শাকুর মজিদ বাংলার বিস্মৃত এই পরম মহাজনকে ফিরিয়ে এনেছেন। তাঁর গানের অধিকার সংরক্ষণের দাবি ও যৌক্তিকতা তুলে ধরেছেন।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
২ ঘণ্টা আগে
অস্কারজয়ী সংগীত তারকা এ আর রাহমানের এক অভিযোগে বিভক্ত ভারতের সংগীতাঙ্গন। বিনোদনের গণ্ডি পেরিয়ে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে ভারতের রাজনৈতিক অঙ্গনেও। রাহমানের অভিযোগ, গত আট বছরে বলিউডে উল্লেখযোগ্য হারে তাঁর কাজ কমে গেছে।
২ ঘণ্টা আগে