Ajker Patrika

রাঙা সকালে হেনার গল্প বলবেন শাবনাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা  
শাবনাজ। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে
শাবনাজ। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে

১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’। মুক্তির ২৯ বছর পর আলোচনায় এ সিনেমার ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি। ছেলে-বুড়ো সবাই মেতেছেন এই ট্রেন্ডে। এমনকি ঈদের পোশাক, নাটক কিংবা গান—সব জায়গায় ছড়িয়ে পড়েছে হেনা। ইতিমধ্যে দৃশ্যটি রিক্রিয়েট করেছেন ভাইরাল দৃশ্যের অভিনেতা বাপ্পারাজ। এবার ঈদে হেনা চরিত্র নিয়ে বিস্তারিত কথা বলবেন এই চরিত্রের অভিনেত্রী শাবনাজ।

মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে অতিথি হয়ে আসছেন শাবনাজ। ইতিমধ্যে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি। কথা বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয়ের পাশাপাশি হেনা প্রসঙ্গে।

শাবনাজ বলেন, ‘২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে। এ প্রজন্মের দর্শকেরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচক চর্চা করছেন, বেশ ভালো লাগছে। অনেকে তো এখন আমাকে হেনা আপা নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সঙ্গে বিস্ময়কর। ভালো সিনেমার শক্তি তো এখানেই।’

১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় শাবনাজের। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। বিয়ের পর ধীরে ধীরে সরে যান অভিনয় থেকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল শাবনাজের। সেই দাগ এখনো রয়েছে। একই বছর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন শাবনাজ-নাঈম। অনুষ্ঠানে এসব প্রসঙ্গে কথা বলেছেন শাবনাজ।

আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে রাঙা সকালের এই বিশেষ পর্বটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত