বিনোদন ডেস্ক
পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়ে গেছে তাঁর। এবার নিচ্ছেন অন্য ভূমিকা। ‘কৃষ ফোর’ দিয়ে শুরু হবে হৃতিকের এই নতুন যাত্রা। ‘কোয়ি... মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এবার চতুর্থ সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছেলের হাতে তুলে দিলেন রাকেশ।
অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন। নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।
অনেকদিন পর আবারও ক্যামেরার পেছনে কাজ করবেন হৃতিক। ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন তিনি। অভিনয়ও করবেন মূল ভূমিকায়। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকছেন রাকেশ রোশন। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজক হিসেবে থাকবেন আদিত্য চোপড়া।
৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে গিয়েছিল ‘কৃষ ফোর’। ‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। নির্মাতা রাকেশ রোশন অনেক দিন ধরে চাইছিলেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু প্রধান বাধা ছিল বাজেটকেন্দ্রিক জটিলতা। জানা গেছে, সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি।
এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছিল না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। এক সময় সিদ্ধার্থ আনন্দ ও করণ মালহোত্রার প্রযোজনা করার থাকলেও বাজেট পরিকল্পনার সময় সিনেমাটি থেকে সরে দাঁড়ান। ফলে জটিলতা বাড়ে আরও। অবশেষে আদিত্য চোপড়া যুক্ত হওয়ায় সে জটিলতা কেটেছে। কৃষ ফোরের পালে লেগেছে হাওয়া।
গত বছর রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর নিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিলেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম তিনি লিখেছেন, ‘ডুগ্গু (হৃতিকের ডাকনাম), ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার পরিচালক হিসেবে তোমাকে লঞ্চ করছি আমি আর আদিত্য চোপড়া। এই নতুন দায়িত্বেও তুমি আগের মতোই সফল হও, এই কামনা করি।’
রাকেশের এ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন। কৃষ ফোরে প্রিয়াঙ্কা থাকবেন কিনা, এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়ে গেছে তাঁর। এবার নিচ্ছেন অন্য ভূমিকা। ‘কৃষ ফোর’ দিয়ে শুরু হবে হৃতিকের এই নতুন যাত্রা। ‘কোয়ি... মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এবার চতুর্থ সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছেলের হাতে তুলে দিলেন রাকেশ।
অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন। নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।
অনেকদিন পর আবারও ক্যামেরার পেছনে কাজ করবেন হৃতিক। ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন তিনি। অভিনয়ও করবেন মূল ভূমিকায়। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকছেন রাকেশ রোশন। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজক হিসেবে থাকবেন আদিত্য চোপড়া।
৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে গিয়েছিল ‘কৃষ ফোর’। ‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। নির্মাতা রাকেশ রোশন অনেক দিন ধরে চাইছিলেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু প্রধান বাধা ছিল বাজেটকেন্দ্রিক জটিলতা। জানা গেছে, সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি।
এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছিল না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। এক সময় সিদ্ধার্থ আনন্দ ও করণ মালহোত্রার প্রযোজনা করার থাকলেও বাজেট পরিকল্পনার সময় সিনেমাটি থেকে সরে দাঁড়ান। ফলে জটিলতা বাড়ে আরও। অবশেষে আদিত্য চোপড়া যুক্ত হওয়ায় সে জটিলতা কেটেছে। কৃষ ফোরের পালে লেগেছে হাওয়া।
গত বছর রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর নিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিলেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম তিনি লিখেছেন, ‘ডুগ্গু (হৃতিকের ডাকনাম), ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার পরিচালক হিসেবে তোমাকে লঞ্চ করছি আমি আর আদিত্য চোপড়া। এই নতুন দায়িত্বেও তুমি আগের মতোই সফল হও, এই কামনা করি।’
রাকেশের এ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন। কৃষ ফোরে প্রিয়াঙ্কা থাকবেন কিনা, এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
বিনোদনজগতে এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিপফেক। ডিপফেকের মাধ্যমে তারকাদের ছবি ও ভিডিও কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এত সূক্ষ্মভাবে এসব তৈরি করা হচ্ছে যে বেশির ভাগ ক্ষেত্রে আসল-নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
৪ ঘণ্টা আগেমুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৪ ঘণ্টা আগেজিসু, জেনি, রোজে ও লিসা—চার সদস্যের দল ‘ব্ল্যাকপিঙ্ক’। দক্ষিণ কোরিয়ার এ নারী ব্যান্ডের শুরু ২০১৬ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা।
৪ ঘণ্টা আগেকাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে বলিউডে। অনেকে এই দাবির সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা।
১৭ ঘণ্টা আগে