
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্র ও শনিবার রাতে বসেছিল চাঁদের হাট। বলিউডের জনপ্রিয় তারকারা হাজির হয়েছিলেন ওই জমকালো অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, টম হল্যান্ড, তাঁর বান্ধবী জেন্ডায়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেন, জিজি হাদিদসহ হলিউডের অনেকে এসেছিলেন সেখানে। নাচ, গান আর ফ্যাশন শোতে জমে উঠেছিল বান্দ্রার কুরলা কমপ্লেক্স।
সেখানে জিজির সঙ্গে একই মঞ্চে নাচতে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। নাচতে নাচতে জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ। এরপর তাঁর গালে চুমু খেয়ে বসেন। লজ্জা পেয়ে স্টেজ থেকে ছুটে পালিয়ে যান জিজি। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার বরুণ ধাওয়ান। নেটিজেনদের একাংশ এই চুমুকে ‘অপ্রীতিকর’ বলছেন। অনেকে তো বরুণের চরিত্র নিয়ে ঢালাওভাবে আক্রমণ করতে শুরু করেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন!
তবে বিতর্ক আরও ঘনীভূত হওয়ার আগে রাশ টানলেন অভিনেতা। পুরো বিষয়টি ব্যাখ্যা করে টুইটারে জানিয়ে দিলেন, এটা নিয়ে অযথা বিতর্ক করার কিছু নেই। বরুণ জানান, জিজির মঞ্চের দিকে আসা থেকে শুরু করে তাঁর গালে চুমু—সবটাই ছিল পরিকল্পিত। টুইটে বরুণ লিখেছেন, ‘পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে। আমাকে বলা হয়েছিল জিজি হাদিদকে স্টেজে কোলে তুলতে হবে। তাই আমি সেটা করেছি। আপনারা টুইটারে তর্ক করার জন্য এবার অন্য বিষয় খুঁজে নিন।’
এতেও যখন বিতর্ক থামছে না, তখন দায়িত্ব নিলেন স্বয়ং জিজি হাদিদ। বরুণের সঙ্গে শনিবারের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।’ তাঁর কথায় স্পষ্ট যে বরুণের সঙ্গে তাঁর ভিডিও ঘিরে যে শোরগোল শুরু হয়েছিল, তা একেবারে ভিত্তিহীন।

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্র ও শনিবার রাতে বসেছিল চাঁদের হাট। বলিউডের জনপ্রিয় তারকারা হাজির হয়েছিলেন ওই জমকালো অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, টম হল্যান্ড, তাঁর বান্ধবী জেন্ডায়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেন, জিজি হাদিদসহ হলিউডের অনেকে এসেছিলেন সেখানে। নাচ, গান আর ফ্যাশন শোতে জমে উঠেছিল বান্দ্রার কুরলা কমপ্লেক্স।
সেখানে জিজির সঙ্গে একই মঞ্চে নাচতে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। নাচতে নাচতে জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ। এরপর তাঁর গালে চুমু খেয়ে বসেন। লজ্জা পেয়ে স্টেজ থেকে ছুটে পালিয়ে যান জিজি। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার বরুণ ধাওয়ান। নেটিজেনদের একাংশ এই চুমুকে ‘অপ্রীতিকর’ বলছেন। অনেকে তো বরুণের চরিত্র নিয়ে ঢালাওভাবে আক্রমণ করতে শুরু করেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন!
তবে বিতর্ক আরও ঘনীভূত হওয়ার আগে রাশ টানলেন অভিনেতা। পুরো বিষয়টি ব্যাখ্যা করে টুইটারে জানিয়ে দিলেন, এটা নিয়ে অযথা বিতর্ক করার কিছু নেই। বরুণ জানান, জিজির মঞ্চের দিকে আসা থেকে শুরু করে তাঁর গালে চুমু—সবটাই ছিল পরিকল্পিত। টুইটে বরুণ লিখেছেন, ‘পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে। আমাকে বলা হয়েছিল জিজি হাদিদকে স্টেজে কোলে তুলতে হবে। তাই আমি সেটা করেছি। আপনারা টুইটারে তর্ক করার জন্য এবার অন্য বিষয় খুঁজে নিন।’
এতেও যখন বিতর্ক থামছে না, তখন দায়িত্ব নিলেন স্বয়ং জিজি হাদিদ। বরুণের সঙ্গে শনিবারের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।’ তাঁর কথায় স্পষ্ট যে বরুণের সঙ্গে তাঁর ভিডিও ঘিরে যে শোরগোল শুরু হয়েছিল, তা একেবারে ভিত্তিহীন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১০ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১২ ঘণ্টা আগে