পাঠকবন্ধুর বর্ষপূর্তি উদ্যাপন
ইলিয়াস শান্ত, ঢাকা

ভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো, পাঠকের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ভালো কাজের অনুশীলন করা। পাঠকবন্ধু সেই প্রয়াসে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ ঢাকা মহানগরের পাঠকবন্ধুর সদস্যরা। সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নানা ধরনের ধারণা নিয়ে কাজ করা যায়—কিছু আছে ঐতিহ্যগত, কিছু নতুনভাবে যুক্ত করা যায়। পাঁচজন মিলে পাঁচটি ভাবনা দিন। আমারটি না-ও গৃহীত হতে পারে, তরুণ কারোরটা হতে পারে। তর্ক, বিতর্ক, দ্বিমত—এসব থাকবে। তবে মত না মানলেও রাগ করা যাবে না। অন্যকে গ্রহণ করার মানসিকতাই বড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। তিনি বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা ও সামাজিক কার্যক্রম—এই চারটি লক্ষ্য সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এক বছরে আমরা সব ক্ষেত্র নিয়েই কাজ করেছি। আগামী দিনগুলোতেও নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের এগিয়ে চলা অব্যাহত থাকবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বছরব্যাপী পাঠকবন্ধুর বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এতে সারা দেশের বন্ধুদের নানা ধরনের কর্মসূচির চিত্র স্থান পায়।
পাঠকবন্ধুর এই সফল পথচলার পেছনে রয়েছে একটি মূল লক্ষ্য—ভালো কাজের চর্চা এবং মানবিক সমাজ গঠন। আগামী দিনে এই সংগঠন আরও বৃহৎ ও সুসংগঠিত হবে—এমনটাই সবার প্রত্যাশা।

ভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো, পাঠকের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ভালো কাজের অনুশীলন করা। পাঠকবন্ধু সেই প্রয়াসে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ ঢাকা মহানগরের পাঠকবন্ধুর সদস্যরা। সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নানা ধরনের ধারণা নিয়ে কাজ করা যায়—কিছু আছে ঐতিহ্যগত, কিছু নতুনভাবে যুক্ত করা যায়। পাঁচজন মিলে পাঁচটি ভাবনা দিন। আমারটি না-ও গৃহীত হতে পারে, তরুণ কারোরটা হতে পারে। তর্ক, বিতর্ক, দ্বিমত—এসব থাকবে। তবে মত না মানলেও রাগ করা যাবে না। অন্যকে গ্রহণ করার মানসিকতাই বড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। তিনি বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা ও সামাজিক কার্যক্রম—এই চারটি লক্ষ্য সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এক বছরে আমরা সব ক্ষেত্র নিয়েই কাজ করেছি। আগামী দিনগুলোতেও নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের এগিয়ে চলা অব্যাহত থাকবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বছরব্যাপী পাঠকবন্ধুর বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এতে সারা দেশের বন্ধুদের নানা ধরনের কর্মসূচির চিত্র স্থান পায়।
পাঠকবন্ধুর এই সফল পথচলার পেছনে রয়েছে একটি মূল লক্ষ্য—ভালো কাজের চর্চা এবং মানবিক সমাজ গঠন। আগামী দিনে এই সংগঠন আরও বৃহৎ ও সুসংগঠিত হবে—এমনটাই সবার প্রত্যাশা।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
২ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
৫ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
৮ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১ দিন আগে