
দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের তত্ত্বাবধানে স্টেট ইউনিভার্সিটিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য ডিরেক্টর: এ টক উইথ গিয়াসউদ্দিন সেলিম’ শিরোনামে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চলচ্চিত্রশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বেশি এ ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেন।
গিয়াসউদ্দিন সেলিম কর্মশালার মূল আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তৈরি করে। তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা দিন দিন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকেই এই শিল্পের নেতৃত্ব নিতে হবে।
কর্মশালায় সেলিম চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া, স্ক্রিপ্ট রাইটিং, পরিচালনা এবং একজন সফল পরিচালক হতে হলে কী ধরনের দক্ষতা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া, তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ এবং কৌশল সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। কর্মশালার সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক এবং ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক আশরাফুন নাহার।

দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের তত্ত্বাবধানে স্টেট ইউনিভার্সিটিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য ডিরেক্টর: এ টক উইথ গিয়াসউদ্দিন সেলিম’ শিরোনামে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চলচ্চিত্রশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বেশি এ ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেন।
গিয়াসউদ্দিন সেলিম কর্মশালার মূল আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তৈরি করে। তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা দিন দিন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকেই এই শিল্পের নেতৃত্ব নিতে হবে।
কর্মশালায় সেলিম চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া, স্ক্রিপ্ট রাইটিং, পরিচালনা এবং একজন সফল পরিচালক হতে হলে কী ধরনের দক্ষতা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া, তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ এবং কৌশল সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। কর্মশালার সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক এবং ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক আশরাফুন নাহার।

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষায় দক্ষতা অর্জন করা এখন আর কেবল শখ নয়; বরং সময়ের দাবি। বিশেষ করে বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
৫ ঘণ্টা আগে
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
১৭ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ উপদেষ্টা পরিষদে উঠছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হবে।
১ দিন আগে