
জার্মানিতে অনুষ্ঠিত ২০২৪ সালের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর স্মল বিজনেস (আইসিএসবি) ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি)। অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস ইন বিজনেসের (এএসিএসবি) সহযোগিতায় গঠিত এই পুরস্কার জয়ীদের অত্যাবশ্যকীয় যোগ্যতা হিসেবে কয়েকটি শর্তপূরণ করতে হয়। শর্তের মধ্যে রয়েছে প্রোগ্রামের উদ্ভাবনশীলতা, সমাজে ইতিবাচক প্রভাব, সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও দেশে অনুকরণীয় হতে পারে এমন প্রোগ্রাম থাকা।
আইসিএসবি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পৃথিবীর অন্যতম পুরোনো এবং বড় অলাভজনক সংস্থা যা বিশ্বের ৮৫ টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করে। সংস্থাটি উদ্যোক্তা এবং ছোট ব্যবসার উন্নয়নে সহায়তা করে থাকে। আইসিবি প্রতি বছরের জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের আমন্ত্রণ জানিয়ে থাকে। যেখানে তারা বিভিন্ন ধারণা ও জ্ঞানের বিনিময় করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ২০১১ সালে সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সেন্টারটি টেকসই উদ্ভাবনের বিকাশে কাজ করছে যা উদ্যোক্তাদের ধারণাগুলোকে ফলপ্রসূ বাস্তবতায় পরিণত করে। সফলভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সিইডি উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা এবং কৌশলগত সহায়তা দিয়ে থাকে। এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি উদ্যোক্তা তৈরি করেছে সিইডি। সেই সঙ্গে এই প্রতিষ্ঠান ৩০ টিরও বেশি উদ্ভাবনী উদ্যোগকে সফলতায় পরিণত করেছে এবং ১৫ টির বেশি স্টার্টআপকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। এই অর্জনগুলো বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে সিইডির গুরুত্বপূর্ণ অবদানকেই তুলে ধরছে।
সিইডির এই অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘এই পুরস্কার আমাদের সিইডি টিমের ভালো কাজের প্রতিফলন। উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নে তাদের অব্যাহত সহায়তা অনেকের জীবন বদলে দিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন অর্জনে আমরা সত্যিই গর্বিত। টেকসই এবং ব্যবসার উন্নয়নে উদ্যোক্তাদের সহায়তার এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।’

জার্মানিতে অনুষ্ঠিত ২০২৪ সালের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর স্মল বিজনেস (আইসিএসবি) ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি)। অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস ইন বিজনেসের (এএসিএসবি) সহযোগিতায় গঠিত এই পুরস্কার জয়ীদের অত্যাবশ্যকীয় যোগ্যতা হিসেবে কয়েকটি শর্তপূরণ করতে হয়। শর্তের মধ্যে রয়েছে প্রোগ্রামের উদ্ভাবনশীলতা, সমাজে ইতিবাচক প্রভাব, সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও দেশে অনুকরণীয় হতে পারে এমন প্রোগ্রাম থাকা।
আইসিএসবি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পৃথিবীর অন্যতম পুরোনো এবং বড় অলাভজনক সংস্থা যা বিশ্বের ৮৫ টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করে। সংস্থাটি উদ্যোক্তা এবং ছোট ব্যবসার উন্নয়নে সহায়তা করে থাকে। আইসিবি প্রতি বছরের জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের আমন্ত্রণ জানিয়ে থাকে। যেখানে তারা বিভিন্ন ধারণা ও জ্ঞানের বিনিময় করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ২০১১ সালে সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সেন্টারটি টেকসই উদ্ভাবনের বিকাশে কাজ করছে যা উদ্যোক্তাদের ধারণাগুলোকে ফলপ্রসূ বাস্তবতায় পরিণত করে। সফলভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সিইডি উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা এবং কৌশলগত সহায়তা দিয়ে থাকে। এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি উদ্যোক্তা তৈরি করেছে সিইডি। সেই সঙ্গে এই প্রতিষ্ঠান ৩০ টিরও বেশি উদ্ভাবনী উদ্যোগকে সফলতায় পরিণত করেছে এবং ১৫ টির বেশি স্টার্টআপকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। এই অর্জনগুলো বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে সিইডির গুরুত্বপূর্ণ অবদানকেই তুলে ধরছে।
সিইডির এই অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘এই পুরস্কার আমাদের সিইডি টিমের ভালো কাজের প্রতিফলন। উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নে তাদের অব্যাহত সহায়তা অনেকের জীবন বদলে দিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন অর্জনে আমরা সত্যিই গর্বিত। টেকসই এবং ব্যবসার উন্নয়নে উদ্যোক্তাদের সহায়তার এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।’

ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা
১১ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতে অনেকে জিম মেম্বারশিপ নিই, কঠিন ডায়েট চার্ট বানাই; কিংবা নতুন কোনো কঠিন দক্ষতা শেখার প্রতিজ্ঞা করি। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, উন্নতি করতে হলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি, নিজেকে বদলানো বা উন্নত করার পথটা কঠিন, আর সেখানে ত্যাগের মাধ্যমেই কেবল সাফল্য আসে।
১১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদসহ সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
১৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সভাকক্ষে এ সভা শুরু হয়ে রাত সোয়া ৯টার দিকে শেষ হয়।
২০ ঘণ্টা আগে