Ajker Patrika

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২: ২৮
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অব্স, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ-হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার সকালে মেডিকেল কলেজের এম আর খান লেকচার থিয়েটারে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক আফিকুর রহমান এবং আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন। 

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদা হাসানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক শামসুন নাহার, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক এআরএম লুৎফুল কবীর, অধ্যাপক সাইদা আনোয়ার প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে অল্প কয়েকটি কলেজে পোস্টো-গ্র্যাজুয়েশন কোর্স আছে। তার মধ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ একটি। স্বাস্থ্য খাতে দেশব্যাপী আদ্-দ্বীনের অনেক সুনাম আছে। আদ্-দ্বীন হাসপাতালসমূহে আপনাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। আদ্-দ্বীন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে। ভালোভাবে কোর্স সম্পন্ন করে আদ-দ্বীনের মুখ উজ্জ্বল করতে হবে। 

এ সময় অনুষ্ঠানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ