
শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির দিকে মনোযোগ দিতে হবে
দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, সেগুলোর অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকাসহ সব বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য শিক্ষকদের মূল্যায়ন করে সেটি প্রকাশ করতে হবে এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মায়সুরী ইসলাম প্রভা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের আন্তর্জাতিক করে তুলতে হবে
বুটেক্স একটি বিশেষায়িত পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এখানেও ছিল রাজনীতিসহ অন্যান্য সমস্যা। ইতিমধ্যে ছাত্ররাজনীতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বুটেক্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রত্যাশা—
মাহমুদুল হাসান, শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ধর্ম, বর্ণ এবং ভিন্নমত সহনশীল মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হোক
১০ একরের ছোট্ট একটি ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এখানে পড়াশোনা করছেন প্রায় ১৯ হাজার শিক্ষার্থী। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে সাধারণ শিক্ষার্থীর যেসব আশা-আকাঙ্ক্ষা থাকে, সেসবের অধিকাংশই পূরণে ব্যর্থ জবি। ছেলেদের হল না থাকা, খেলার মাঠের সংকট, ক্যাফেটেরিয়ায় খাবারের নিম্নমানসহ নানা সমস্যায় জর্জরিত এ ক্যাম্পাস। তবু শিক্ষার্থীরা এসব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছেন।
রাফিউল ইসলাম রিফাত, শিক্ষার্থী, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে আমার অধিকারকে প্রাধান্য দিতে হবে
বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ-জীবনের পথচলা। সে পরিবেশ সুন্দর ও শিক্ষার্থীবান্ধব হবে, এটিই প্রত্যাশিত হলেও বাস্তবতা ভিন্ন। তাই পরিবর্তনের ধারায় এবার প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলো সুশৃঙ্খল নিয়মের আওতায় এনে শিক্ষার মানোন্নয়ন করা এবং ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা। এ ক্ষেত্রে—
জাঈমুল হাসান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির দিকে মনোযোগ দিতে হবে
দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, সেগুলোর অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকাসহ সব বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য শিক্ষকদের মূল্যায়ন করে সেটি প্রকাশ করতে হবে এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মায়সুরী ইসলাম প্রভা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের আন্তর্জাতিক করে তুলতে হবে
বুটেক্স একটি বিশেষায়িত পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এখানেও ছিল রাজনীতিসহ অন্যান্য সমস্যা। ইতিমধ্যে ছাত্ররাজনীতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বুটেক্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রত্যাশা—
মাহমুদুল হাসান, শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ধর্ম, বর্ণ এবং ভিন্নমত সহনশীল মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হোক
১০ একরের ছোট্ট একটি ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এখানে পড়াশোনা করছেন প্রায় ১৯ হাজার শিক্ষার্থী। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে সাধারণ শিক্ষার্থীর যেসব আশা-আকাঙ্ক্ষা থাকে, সেসবের অধিকাংশই পূরণে ব্যর্থ জবি। ছেলেদের হল না থাকা, খেলার মাঠের সংকট, ক্যাফেটেরিয়ায় খাবারের নিম্নমানসহ নানা সমস্যায় জর্জরিত এ ক্যাম্পাস। তবু শিক্ষার্থীরা এসব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছেন।
রাফিউল ইসলাম রিফাত, শিক্ষার্থী, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে আমার অধিকারকে প্রাধান্য দিতে হবে
বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ-জীবনের পথচলা। সে পরিবেশ সুন্দর ও শিক্ষার্থীবান্ধব হবে, এটিই প্রত্যাশিত হলেও বাস্তবতা ভিন্ন। তাই পরিবর্তনের ধারায় এবার প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলো সুশৃঙ্খল নিয়মের আওতায় এনে শিক্ষার মানোন্নয়ন করা এবং ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা। এ ক্ষেত্রে—
জাঈমুল হাসান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
২০ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১ দিন আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে