বিজ্ঞপ্তি
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারীদের জন্য ফিটনেস ও সুস্থতার বার্তা প্রচারে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তারকা ফুটবলার মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভিন। আজ সোমবার নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ‘ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন’ শীর্ষক এই ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে। এতে একত্রিত হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও ফিটনেসপ্রেমীরা। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে নারী ও শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব এবং নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ এবং রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এ সময় ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও নারী শিশুদের জন্য সামাজিক প্রতিবন্ধকতা দূর করা ও তাঁদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বগুলোকে প্রাধান্য দেওয়া হয়।
ব্র্যাক ইউনিভার্সিটিদের মাঝে জেন্ডার সমতা এবং ইতিবাচকতা তুলে ধরতে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে একটি ফুটসাল ম্যাচে অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীরা ঢাকা ফ্লো-এর প্রতিষ্ঠাতা এবং ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত শাজিয়া ওমরের নেতৃত্বে একটি যোগব্যায়াম সেশনে অংশ নেন। এই সেশনটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে ফুটবল, যোগব্যায়াম এবং বক্সিংসহ বিভিন্ন ফিটনেস কার্যক্রমের আয়োজন করা হয়।
ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন ক্যাম্পেইনটি যৌথভাবে পরিচালনা করছে ‘খেলবেই বাংলাদেশ’ এবং ‘ঢাকা ফ্লো’। এই ক্যাম্পেইন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বলিষ্ঠ করতে নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ করে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করা। সেই সঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বিশেষভাবে নারীরা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ হতে পারে এবং শরীরচর্চাসহ বিভিন্নরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত হয়। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। এতে যুবসমাজ, নারী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নিয়ে থাকেন। এসব অনুষ্ঠানে ফিটনেস বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত করার মাধ্যমে কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেসব বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারীদের জন্য ফিটনেস ও সুস্থতার বার্তা প্রচারে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তারকা ফুটবলার মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভিন। আজ সোমবার নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ‘ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন’ শীর্ষক এই ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে। এতে একত্রিত হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও ফিটনেসপ্রেমীরা। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে নারী ও শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব এবং নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ এবং রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এ সময় ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও নারী শিশুদের জন্য সামাজিক প্রতিবন্ধকতা দূর করা ও তাঁদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বগুলোকে প্রাধান্য দেওয়া হয়।
ব্র্যাক ইউনিভার্সিটিদের মাঝে জেন্ডার সমতা এবং ইতিবাচকতা তুলে ধরতে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে একটি ফুটসাল ম্যাচে অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীরা ঢাকা ফ্লো-এর প্রতিষ্ঠাতা এবং ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত শাজিয়া ওমরের নেতৃত্বে একটি যোগব্যায়াম সেশনে অংশ নেন। এই সেশনটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে ফুটবল, যোগব্যায়াম এবং বক্সিংসহ বিভিন্ন ফিটনেস কার্যক্রমের আয়োজন করা হয়।
ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন ক্যাম্পেইনটি যৌথভাবে পরিচালনা করছে ‘খেলবেই বাংলাদেশ’ এবং ‘ঢাকা ফ্লো’। এই ক্যাম্পেইন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বলিষ্ঠ করতে নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ করে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করা। সেই সঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বিশেষভাবে নারীরা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ হতে পারে এবং শরীরচর্চাসহ বিভিন্নরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত হয়। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। এতে যুবসমাজ, নারী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নিয়ে থাকেন। এসব অনুষ্ঠানে ফিটনেস বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত করার মাধ্যমে কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেসব বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ব্রুনেই দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধিশালী দেশ। যা শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত শিক্ষাব্যবস্থা ও বৈশ্বিক মানের সুযোগ-সুবিধার জন্য পরিচিত। ব্রুনেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক গবেষণা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উচ্চশিক্ষার অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ ছাড়া দেশটির সমাজব্যবস্থা...
৯ ঘণ্টা আগেবাক্যের অন্তর্গত যে শব্দ বা শব্দগুচ্ছ তার বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থকে যোগ্য বা সম্পূর্ণ করে তোলে (অর্থাৎ তার অর্থকে অর্থবহ করে তথা নিয়ন্ত্রণ করে) তাকে কোয়ালিফায়ার বলে। কোয়ালিফায়ার বিশেষ্য বা ক্রিয়াপদকে ব্যাখ্যা করে, তার কার্যক্রম বা বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে।
৯ ঘণ্টা আগেCoherence (কোহেরেন্স) লেখার বা বক্তৃতার এমন একটি গুণ, যা বিষয়বস্তুকে পরিষ্কার, সুসংগঠিত এবং সহজে বোধগম্য করে তোলে। এটি লেখার বিভিন্ন অংশকে এমনভাবে সংযুক্ত করে, যাতে পাঠক বা শ্রোতা মূল ধারণাটি সহজেই বুঝতে পারে।
৯ ঘণ্টা আগেশিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ জানুয়ারি। অথচ এখনো সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরের বেশির ভাগ শিক্ষার্থী পাঠ্যবই হাতে পেলেও মাধ্যমিকের অবস্থা নাজুক। মাধ্যমিক স্তরের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা দু-তিনটি করে পাঠ্যবই হাতে পেয়েছে, বাকিগুলো আসেনি। এমন সংকটের মধ্যেও বই চলে যাচ্ছে কালো বাজারে।
১০ ঘণ্টা আগে