Ajker Patrika

উচ্চারণ শুদ্ধ করার কৌশল

আপডেট : ২৬ মে ২০২৪, ১২: ৩২
উচ্চারণ শুদ্ধ করার কৌশল

কণ্ঠের যত্ন নিন
আমরা স্বরযন্ত্রের সাহায্যে কথা বলি। আর ভাষার একেকটি ধ্বনি ষড়যন্ত্রের একেক অংশ থেকে উচ্চারিত হয়। ধ্বনির উচ্চারণ ঠিক করার জন্য আগে কণ্ঠের যত্ন নিন। এ ক্ষেত্রে কারও যদি জিহ্বার জড়তা থাকে, তাহলে জিহ্বার ব্যায়াম করতে হবে। পাশাপাশি শ্বাসের ব্যায়াম করাও খুব জরুরি। এ বিষয়ে ইউটিউব থেকে ভিডিও দেখেও অনুশীলন করতে পারেন। আর খেয়াল রাখবেন, কথা বলার সময় দৃঢ় ও স্পষ্ট কণ্ঠে প্রতিটি শব্দ উচ্চারণ করতে হবে। এ ছাড়া আবৃত্তি অনুশীলনের আগে গরম পানি দিয়ে কুলকুচা করতে পারেন। 

ভাষা স্পষ্ট রাখুন
কথা বলার ভাষা যা-ই হোক না কেন, স্পষ্ট স্বরে কথা বলতে হবে। দুই বা ততোধিক ভাষা মিলিয়ে বলা কথা শুনতে সুন্দর লাগে না। এ ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলার সময় শুদ্ধভাবে কেবল বাংলাতেই কথা বলার চেষ্টা করুন। আবার ইংরেজি ভাষা বলার সময় পুরোপুরি ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। কথা বলার সময় কোনো জড়তা থাকতেই পারে। তবে সেই জড়তা কাটাতে কথা শুরুর আগে চিন্তা করে বলতে হবে। কথা বলা শুরু করার পর অপ্রয়োজনীয় বিরতি নিলে কথা শ্রুতিমধুর শোনায় না। তাই অপ্রয়োজনীয় বিরতি নেওয়া হচ্ছে কি না, খেয়াল রাখুন। অনেকের আঞ্চলিক ভাষায় কথা বলার অভ্যাস থাকে। আঞ্চলিকতা খারাপ কিছু নয়। কিন্তু সবার বুঝতে পারার মতো করে স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে। 

উচ্চারণ শুনতে হবে 
উচ্চারণ শুদ্ধ ও সুন্দর করার প্রথম ধাপ হচ্ছে শোনা; অর্থাৎ উচ্চারণ শুনে তা শিখতে হবে। মনে রাখবেন, ভাষার প্রতিটি বর্ণ নির্দিষ্ট ধ্বনির মাধ্যমে উচ্চারিত হয়, আর প্রতিটি বর্ণ কীভাবে আলাদা আলাদা ধ্বনিতে উচ্চারিত হয়; তা আয়ত্ত করতে হবে। এ ক্ষেত্রে টেলিভিশনের সংবাদ উপস্থাপক, আবৃত্তিকারদের করা উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে পারেন। শোনার সময় তাঁরা কীভাবে উচ্চারণ করছেন, সেটি বোঝার চেষ্টা করুন। কথা শুনতে শুনতে তাঁদের সঙ্গে গলা মিলিয়ে বলার চেষ্টা করুন। কিছুদিন এভাবে অনুশীলনের পর ধ্বনির সঠিক উচ্চারণ আয়ত্তে আসবে।

অনুকরণ করুন
সুন্দর উচ্চারণের কথা শুনলেও, অনেক সময় ঠিক একইভাবে বলা যায় না। এ ক্ষেত্রে কণ্ঠশিল্পীরা কীভাবে কথা বলছেন, তা অনুকরণ করতে পারেন। পাশাপাশি কথা বলার সময় তাঁদের কণ্ঠের আওয়াজ ও মুখভঙ্গি ভালোভাবে খেয়াল করবেন। শুধু খেয়াল করলেই হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার সেই ভঙ্গিতে কথা বলার অনুশীলন করতে হবে। অনুকরণ করে কথা বলতে বলতে একপর্যায়ে উচ্চারণ স্পষ্ট হয়ে যাবে। তখন নিজস্ব ভঙ্গিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন। আদতে আয়নার সামনে অনুশীলনের মধ্য দিয়ে কথা বলার সময় নিজের ভঙ্গি দেখা ও প্রয়োজনে তা উন্নত করা যায়, তাই কথা বলার সময় আত্মবিশ্বাসও বেড়ে যাবে।

অনুশীলন করা
কোনো বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য অনুশীলনের বিকল্প নেই। তাই শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আপনাকে বারবার অনুশীলন করতে হবে। কণ্ঠ ও আবৃত্তিশিল্পীদের কথা বারবার শুনতে হবে। শোনার পাশাপাশি সেই ভঙ্গিতে কথা বলার চেষ্টা করতে হবে। আর প্রথমেই উচ্চারণ শুদ্ধ না হলে মন খারাপ করার দরকার নেই; বরং হার না মেনে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত