আজকের পত্রিকা ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেক্সাস প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্প খাতের সঙ্গে যুক্ত থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং এতে একাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল কাসেম মোহাম্মদ সাদেক নওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা আসাদ, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু, বার্জার পেইন্টসের জেনারেল সেলস ম্যানেজার (করপোরেট সেলস্ অ্যান্ড সার্ভিস) সাব্বির আহমেদ, জেনারেল সেলস ম্যানেজার (রিটেইল সেলস্ অ্যান্ড মার্কেটিং) মো. আতা আই মুনীরসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এমওইউ স্বাক্ষরের পর বার্জার পেইন্টসের প্রতিনিধিদলের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য বার্জার পেইন্টসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা-শিল্পের এ যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। উপাচার্য ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার জন্য বার্জার পেইন্টসের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বার্জার পেইন্টসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেক্সাস প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্প খাতের সঙ্গে যুক্ত থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং এতে একাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল কাসেম মোহাম্মদ সাদেক নওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা আসাদ, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু, বার্জার পেইন্টসের জেনারেল সেলস ম্যানেজার (করপোরেট সেলস্ অ্যান্ড সার্ভিস) সাব্বির আহমেদ, জেনারেল সেলস ম্যানেজার (রিটেইল সেলস্ অ্যান্ড মার্কেটিং) মো. আতা আই মুনীরসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এমওইউ স্বাক্ষরের পর বার্জার পেইন্টসের প্রতিনিধিদলের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য বার্জার পেইন্টসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা-শিল্পের এ যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। উপাচার্য ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার জন্য বার্জার পেইন্টসের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বার্জার পেইন্টসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২ ঘণ্টা আগে
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
৬ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষায় দক্ষতা অর্জন করা এখন আর কেবল শখ নয়; বরং সময়ের দাবি। বিশেষ করে বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
১২ ঘণ্টা আগে
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে