নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
সম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।
জানতে চাইলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মো. মিজানুর রহমান। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। ভবিষ্যতে যেন এ রকম না হয় ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সহকারী প্রধান শিক্ষক একনাগাড়ে ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। যদি ৬ মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে পরবর্তী ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। এক মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলে পরবর্তী এক বছর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হওয়া যাবে না।
আরও বলা হয়, ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন যারা আছেন তারা এক মাসের মধ্যে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। জ্যেষ্ঠতম শিক্ষক নির্ধারণে এমপিও নীতিমালা ২০২১ (১৩ নং অনুচ্ছেদ) অনুসরণ করতে হবে।
মামলা, মহামারি বা অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হলে ৬ মাস পর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে।
সম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।
জানতে চাইলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মো. মিজানুর রহমান। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। ভবিষ্যতে যেন এ রকম না হয় ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সহকারী প্রধান শিক্ষক একনাগাড়ে ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। যদি ৬ মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে পরবর্তী ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। এক মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলে পরবর্তী এক বছর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হওয়া যাবে না।
আরও বলা হয়, ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন যারা আছেন তারা এক মাসের মধ্যে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। জ্যেষ্ঠতম শিক্ষক নির্ধারণে এমপিও নীতিমালা ২০২১ (১৩ নং অনুচ্ছেদ) অনুসরণ করতে হবে।
মামলা, মহামারি বা অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হলে ৬ মাস পর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এ বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গত বছর এসব মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি বাদে ছুটি ছিল ৫৯ দিন। সে হিসাবে চলতি বছর মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন।
৬ ঘণ্টা আগে
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
তিনি বলেছেন, মানুষের অন্তর্নিহিত প্রতিভা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষাজীবন যেন আনন্দময়, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ হয়, সে দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সব অংশীজনের।
৭ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’ ব্যানারে পরিচালিত এই আন্দোলনে শিক্ষকদের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষ’ এবং ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার’...
১৬ ঘণ্টা আগে