নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ ও জিডিপির কমপক্ষে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা সহস্রাধিক বেসরকারি সংস্থার মোর্চা গণসাক্ষরতা অভিযান।
একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষায় বরাদ্দ দেওয়ার পরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নে সরকারকে তাগিদ দেওয়া হয়েছে অভিযানের পক্ষ থেকে।
প্রাথমিক পর্যায়ের প্রতি শিক্ষার্থীর মাসিক উপবৃত্তি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে পাওয়া উপবৃত্তি ২০০–৩০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা করার সুপারিশ করেছে বেসরকারি সংস্থার মোর্চাটি।
আজ সোমবার সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেছে গণসাক্ষরতা অভিযান।
সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের সুপারিশগুলো উপস্থাপন করেন এডুকেশন ওয়াচের ফোকাল পয়েন্ট মোস্তাফিজুর রহমান।
২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ বা মোট জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে মোট বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ বা মোট জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল বলে তথ্য উপস্থাপন করে মোস্তাফিজুর রহমান ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ ও জিডিপির কমপক্ষে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানান।
সংবাদ সম্মেলনে যোগ্য গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় আগ্রহী করতে বেতন-ভাতা বাড়ানো ও প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগে কমিশন গঠন ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে গণসাক্ষরতা অভিযান। আর অবৈতনিক প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে প্রি-ভোকেশনাল শিক্ষা দেওয়ার সুপারিশও তুলে ধরা হয়।
গণসাক্ষরতা অভিযান শিক্ষা বিকেন্দ্রীকৃত শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও তা তদারকিতে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়। প্রাথমিকের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির হার ৫০০ টাকায় উন্নীত করা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির হার শ্রেণিভেদে ৭০০ থেকে ১ হাজার টাকার সুপারিশও করে গণসাক্ষরতা অভিযান।
সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বৃত্তি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার সুপারিশও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা ও ঝরে পড়া রোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেছে গণসাক্ষরতা অভিযান।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ ও জিডিপির কমপক্ষে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা সহস্রাধিক বেসরকারি সংস্থার মোর্চা গণসাক্ষরতা অভিযান।
একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষায় বরাদ্দ দেওয়ার পরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নে সরকারকে তাগিদ দেওয়া হয়েছে অভিযানের পক্ষ থেকে।
প্রাথমিক পর্যায়ের প্রতি শিক্ষার্থীর মাসিক উপবৃত্তি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি মাসে পাওয়া উপবৃত্তি ২০০–৩০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা করার সুপারিশ করেছে বেসরকারি সংস্থার মোর্চাটি।
আজ সোমবার সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেছে গণসাক্ষরতা অভিযান।
সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের সুপারিশগুলো উপস্থাপন করেন এডুকেশন ওয়াচের ফোকাল পয়েন্ট মোস্তাফিজুর রহমান।
২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ বা মোট জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে মোট বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ বা মোট জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল বলে তথ্য উপস্থাপন করে মোস্তাফিজুর রহমান ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ ও জিডিপির কমপক্ষে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানান।
সংবাদ সম্মেলনে যোগ্য গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় আগ্রহী করতে বেতন-ভাতা বাড়ানো ও প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগে কমিশন গঠন ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে গণসাক্ষরতা অভিযান। আর অবৈতনিক প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে প্রি-ভোকেশনাল শিক্ষা দেওয়ার সুপারিশও তুলে ধরা হয়।
গণসাক্ষরতা অভিযান শিক্ষা বিকেন্দ্রীকৃত শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও তা তদারকিতে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়। প্রাথমিকের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির হার ৫০০ টাকায় উন্নীত করা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির হার শ্রেণিভেদে ৭০০ থেকে ১ হাজার টাকার সুপারিশও করে গণসাক্ষরতা অভিযান।
সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বৃত্তি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার সুপারিশও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা ও ঝরে পড়া রোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেছে গণসাক্ষরতা অভিযান।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৮ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে