ক্যাম্পাস ডেস্ক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে ডিআইইউ পাঠকবন্ধু শাখার নতুন কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং প্রভাষক সানজিদা আফরোজ।
২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আরভী নাভা, সৈকত, সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক আসাদ, এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ অন্যান্য সদস্যরা।
ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা পাঠকবন্ধুকে দেশের সেরা একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যেন শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে—সেই লক্ষেই আমরা কাজ করছি। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা, চাকরির বাজারের জন্য প্রস্তুত করা এবং মানবিক সহায়তা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ভালো কিছু শিখে বের হতে পারবে বলে আমি আশাবাদী।’
সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। পাশাপাশি পাঠকবন্ধুর মাধ্যমে আমরা চাই ক্লাসের বাইরে তারা অতিরিক্ত দক্ষতা অর্জন করুক, দায়িত্ব নিতে শিখুক, নেতৃত্বের গুণাবলি তৈরি করুক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে আমরা চাই তারা সম্পূর্ণভাবে জ্ঞান আহরণ করুক। পাঠকবন্ধুর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’
সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় বিস্তৃত, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও শাখা রয়েছে। আমরা ক্যারিয়ার, ইংরেজি শিক্ষা ও লেখালেখির ওপর বিশেষ গুরুত্ব দেই। আগামীতেও এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনার আয়োজন করা হবে।’
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপদেষ্টাদের দিকনির্দেশনায় আগামী এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাঠকবন্ধু ডিআইইউ ক্যাম্পাসকে একটি আদর্শ ও সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে সহায়তা করবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’
সভা শেষে ঘোষণা করা হয়, আগামী সপ্তাহে পাঠকবন্ধুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে ডিআইইউ পাঠকবন্ধু শাখার নতুন কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং প্রভাষক সানজিদা আফরোজ।
২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আরভী নাভা, সৈকত, সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক আসাদ, এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ অন্যান্য সদস্যরা।
ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা পাঠকবন্ধুকে দেশের সেরা একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যেন শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে—সেই লক্ষেই আমরা কাজ করছি। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা, চাকরির বাজারের জন্য প্রস্তুত করা এবং মানবিক সহায়তা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ভালো কিছু শিখে বের হতে পারবে বলে আমি আশাবাদী।’
সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। পাশাপাশি পাঠকবন্ধুর মাধ্যমে আমরা চাই ক্লাসের বাইরে তারা অতিরিক্ত দক্ষতা অর্জন করুক, দায়িত্ব নিতে শিখুক, নেতৃত্বের গুণাবলি তৈরি করুক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে আমরা চাই তারা সম্পূর্ণভাবে জ্ঞান আহরণ করুক। পাঠকবন্ধুর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’
সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় বিস্তৃত, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও শাখা রয়েছে। আমরা ক্যারিয়ার, ইংরেজি শিক্ষা ও লেখালেখির ওপর বিশেষ গুরুত্ব দেই। আগামীতেও এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনার আয়োজন করা হবে।’
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপদেষ্টাদের দিকনির্দেশনায় আগামী এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাঠকবন্ধু ডিআইইউ ক্যাম্পাসকে একটি আদর্শ ও সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে সহায়তা করবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’
সভা শেষে ঘোষণা করা হয়, আগামী সপ্তাহে পাঠকবন্ধুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হবে।

ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা
১৩ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতে অনেকে জিম মেম্বারশিপ নিই, কঠিন ডায়েট চার্ট বানাই; কিংবা নতুন কোনো কঠিন দক্ষতা শেখার প্রতিজ্ঞা করি। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, উন্নতি করতে হলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি, নিজেকে বদলানো বা উন্নত করার পথটা কঠিন, আর সেখানে ত্যাগের মাধ্যমেই কেবল সাফল্য আসে।
১৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদসহ সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সভাকক্ষে এ সভা শুরু হয়ে রাত সোয়া ৯টার দিকে শেষ হয়।
১ দিন আগে