শিক্ষা ডেস্ক

প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে রয়েছে পাম বন, আদিম সাদা সৈকত ও পাহাড়ের এক দারুণ সন্নিবেশ। দেশটির চুলালংকর্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) প্রতিষ্ঠাতা সদস্য থাইল্যান্ড বিশ্বের দ্রুত উন্নতি হওয়া দেশগুলোর অন্যতম। এ দেশের যে খাতটি সর্বাধিক সুনাম অর্জন করেছে, তা হলো স্বাস্থ্যসেবা। উচ্চশিক্ষায়ও রয়েছে দেশটির ব্যাপক সাফল্য। থাইল্যান্ডের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে রয়েছে চুলালংকর্ন ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২১১তম।
সুযোগ-সুবিধা
চুলালংকর্ন ইউনিভার্সিটি বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ইকোনমি ক্লাসের রাউন্ড-ট্রিপ এয়ার টিকিটের ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া উপবৃত্তি ও আবাসন ভাতা হিসেবে মাসে ১৬ হাজার থাই বাত (বাংলাদেশি টাকায় ৫৬ হাজার ৯৫৮ টাকা) দেওয়া হবে।
বৃত্তির মেয়াদ
স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ থাকবে দুই বছর এবং পিএইচডির মেয়াদ তিন বছর।
মাস্টার্স এবং পিএইচডির প্রোগ্রামসমূহ
জনসংখ্যা নীতি এবং মানব উন্নয়ন, জনস্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, মেডিকেল মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজির আণবিক বিজ্ঞান, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার মেডিসিন, আর্কিটেকচারাল ডিজাইন, ফলিত অর্থনীতি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রসায়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে আসিয়ান বা নন-আসিয়ান দেশের শিক্ষার্থী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করলে আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। পিএইচডির জন্য আবেদন করলে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
একটি সম্পূর্ণ আবেদনপত্রের সঙ্গে এক কপি ছবি, ট্রান্সক্রিপ্ট, স্নাতকের প্রশংসাপত্র, প্রার্থীর পাসপোর্টের একটি ফটোকপি, দুটি রিকমেন্ডেশন লেটার ও একটি মেডিকেল সার্টিফিকেট।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪।

প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে রয়েছে পাম বন, আদিম সাদা সৈকত ও পাহাড়ের এক দারুণ সন্নিবেশ। দেশটির চুলালংকর্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) প্রতিষ্ঠাতা সদস্য থাইল্যান্ড বিশ্বের দ্রুত উন্নতি হওয়া দেশগুলোর অন্যতম। এ দেশের যে খাতটি সর্বাধিক সুনাম অর্জন করেছে, তা হলো স্বাস্থ্যসেবা। উচ্চশিক্ষায়ও রয়েছে দেশটির ব্যাপক সাফল্য। থাইল্যান্ডের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে রয়েছে চুলালংকর্ন ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২১১তম।
সুযোগ-সুবিধা
চুলালংকর্ন ইউনিভার্সিটি বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ইকোনমি ক্লাসের রাউন্ড-ট্রিপ এয়ার টিকিটের ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া উপবৃত্তি ও আবাসন ভাতা হিসেবে মাসে ১৬ হাজার থাই বাত (বাংলাদেশি টাকায় ৫৬ হাজার ৯৫৮ টাকা) দেওয়া হবে।
বৃত্তির মেয়াদ
স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ থাকবে দুই বছর এবং পিএইচডির মেয়াদ তিন বছর।
মাস্টার্স এবং পিএইচডির প্রোগ্রামসমূহ
জনসংখ্যা নীতি এবং মানব উন্নয়ন, জনস্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, মেডিকেল মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজির আণবিক বিজ্ঞান, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার মেডিসিন, আর্কিটেকচারাল ডিজাইন, ফলিত অর্থনীতি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রসায়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে আসিয়ান বা নন-আসিয়ান দেশের শিক্ষার্থী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করলে আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। পিএইচডির জন্য আবেদন করলে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
একটি সম্পূর্ণ আবেদনপত্রের সঙ্গে এক কপি ছবি, ট্রান্সক্রিপ্ট, স্নাতকের প্রশংসাপত্র, প্রার্থীর পাসপোর্টের একটি ফটোকপি, দুটি রিকমেন্ডেশন লেটার ও একটি মেডিকেল সার্টিফিকেট।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৭ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
২১ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে