আজকের পত্রিকা ডেস্ক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে। আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী ৭ এপ্রিলের মধ্যে। তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে।
গতকাল বুধবার মাউশির উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়।
নির্দেশনায় জানানো হয়, প্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন আগামী ৬ মার্চ, উপজেলা থেকে শিক্ষা অফিসারেরা সংশোধনের তথ্য পাঠাবেন ১১ মার্চ থেকে, জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন ১৭ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে ৩০ মার্চের মধ্যে। আর ৭ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে।
এতে আরও বলা হয়, যে সব শিক্ষক-কর্মচারীর এমপিওশিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সব শিক্ষক-কর্মচারীর ডিসেম্বরের এমপিও ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি, তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিওর অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
মাউশি সূত্র বলছে, মাউশির অধীনে দেশের ১৯ হাজার ২৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৯৮ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে। আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী ৭ এপ্রিলের মধ্যে। তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে।
গতকাল বুধবার মাউশির উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়।
নির্দেশনায় জানানো হয়, প্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন আগামী ৬ মার্চ, উপজেলা থেকে শিক্ষা অফিসারেরা সংশোধনের তথ্য পাঠাবেন ১১ মার্চ থেকে, জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন ১৭ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে ৩০ মার্চের মধ্যে। আর ৭ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে।
এতে আরও বলা হয়, যে সব শিক্ষক-কর্মচারীর এমপিওশিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সব শিক্ষক-কর্মচারীর ডিসেম্বরের এমপিও ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি, তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিওর অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
মাউশি সূত্র বলছে, মাউশির অধীনে দেশের ১৯ হাজার ২৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৯৮ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’ ব্যানারে পরিচালিত এই আন্দোলনে শিক্ষকদের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষ’ এবং ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার’...
৪ ঘণ্টা আগে
নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ ঘণ্টা আগে
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১৯ ঘণ্টা আগে
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
১ দিন আগে