Ajker Patrika
সাক্ষাৎকার

আমেরিকায় আবেদন শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে

আমেরিকায় আবেদন শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে
আনিসুল ইসলাম নাঈম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০: ২০

সিলেটের মেয়ে শামসি মুমতাহিনা মম। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেস ইউনিভার্সিটিতে বৃত্তি নিয়ে স্নাতক পড়ছেন। তাঁর পড়ার বিষয় কম্পিউটার সায়েন্স। এখানেই থেমে নেই মম। তিনি এমআইটিতে পেয়েছেন ফেলোশিপ। তাঁর সঙ্গে কথা বলেছেন আনিসুল ইসলাম নাঈম

প্রশ্ন: শৈশব নিয়ে জানতে চাই।
উত্তর: আমার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের কোতোয়ালি মডেল থানার শাহি ঈদগাহ এলাকায়। তিন ভাই-বোনের মধ্যে আমিই বড়। মা-বাবা দুজনেই সিলেট জজকোর্টের আইনজীবী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় ইচ্ছা ছিল আইনজীবী বা চিকিৎসক হওয়ার। কিন্তু সেদিকে না গিয়ে অলিম্পিয়াড দেওয়া শুরু করি। পদার্থবিজ্ঞান ও গণিতের প্রতি ভালো লাগা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা জাগে। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাই।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেস ইউনিভার্সিটিতে বৃত্তি নিয়ে পড়ছেন, কেমন লাগছে?
উত্তর: ব্র্যান্ডেসে সুযোগ পাব ভাবিনি। এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হয়। সেদিনই অফার লেটার পাই। 

প্রশ্ন: বৃত্তি নিয়ে পড়বেন, এই স্বপ্ন দেখলেন কখন থেকে? 
উত্তর: সত্যি বলতে বিদেশে পড়াশোনা করার কোনো পরিকল্পনা ছিল না। করোনা মহামারির সময় ইউটিউব স্ক্রল করতে গিয়ে কিছু ভিডিও চোখে পড়ে। সেই ভিডিওগুলো ছিল আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে। ওই ভিডিও দেখে আমেরিকায় বৃত্তি নিয়ে পড়ার স্বপ্ন জাগে। এরপর আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত জানতে শুরু করি। 

প্রশ্ন: কীভাবে প্রস্তুতি শুরু করলেন?
উত্তর: এইচএসসির প্রথম বর্ষের শেষে স্যুট পরীক্ষা দিই। এরপর কমন অ্যাপে অ্যাপ্লিকেশন করি। সাপ্লিমেন্টারি অ্যাসে লেখা শুরু করি। কলেজ লিস্ট তৈরি করি। লেটার অব রিকমেন্ডেশন, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস, রিজিউমি এবং নির্দিষ্ট কলেজ যেসব ক্রাইটেরিয়া চায়। অলিম্পিয়াড এবং এক্সট্রা আর্ট পোর্টফোলিও—সব গুছিয়ে আমার এইচএসসি পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন সাবমিট করি। পরীক্ষা চলাকালীন ব্র্যান্ডেস থেকে ইন্টারভিউর ডাক আসে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগের দিন রাত একটা নাগাদ ইন্টারভিউ হয়। পরের দিন সকাল নয়টায় আমার পরীক্ষা ছিল। ইন্টারভিউর পর পরীক্ষার জন্য রাতে আবার পড়তে হয়েছে। ওই সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। আমেরিকায় অ্যাপ্লিকেশন এবং এইচএসসি পরীক্ষা—দুটি একসঙ্গে মেইনটেইন করেছি। এইচএসসি পরীক্ষার শেষ দিন রাতে ব্র্যান্ডেস থেকে অফার লেটার পাই।  

প্রশ্ন: নতুনরা কীভাবে প্রস্তুতি নেবে?
উত্তর: আমেরিকায় আবেদন শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে। তখন কমন অ্যাপ চালু হয়। এ সময়ের আগে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে হবে। আমেরিকাতে বৃত্তি পেতে স্যুট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কিছু বিশ্ববিদ্যালয়ে স্যাটের স্কোরের ওপর নম্বর দেওয়া থাকে। অনেকে মনে করেন, বৃত্তি পেতে আইইএলটিএস স্কোর ভালো হলেই হবে। তবে বৃত্তি পেতে আইইএলটিএস তেমন গুরুত্বপূর্ণ নয়। স্যাট পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। বৃত্তি পেতে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস, রিকমেন্ডেশন লেটার, অ্যাসে—এগুলো গুরুত্বপূর্ণ। নতুনদের অ্যাসে আগে থেকেই লেখা শুরু করতে হবে। কারণ, স্বল্প সময়ে অ্যাসে লেখা সম্ভব হয় না। আবেদন করা বিশ্ববিদ্যালয়ে পরিচিত কেউ থাকলে তাঁদের দিয়ে অ্যাসে চেক করানো এবং তাদের থেকে ফিডব্যাক নেওয়া উচিত। 

প্রশ্ন: ব্র্যান্ডেস ইউনিভার্সিটিতে বৃত্তিতে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়?
উত্তর: বৃত্তি পেলে ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয় নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে থাকা-খাওয়া, টিউশন ফি, ইনস্যুরেন্স ইত্যাদি রয়েছে। এ ছাড়া এফ-১ ভিসায় শিক্ষার্থীরা ২০ ঘণ্টা কাজ করতে পারবেন। লাইব্রেরি বা কোনো অফিসে।

প্রশ্ন: নতুনদের মধ্যে যাঁরা বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে চান, তাঁদের জন্য কী পরামর্শ থাকবে?
উত্তর: নতুনেরা প্রথমে কলেজ লিস্ট দিয়ে প্রস্তুতি শুরু করবে। কলেজ যে ধরনের ক্রাইটেরিয়া চায়, সে ধরনের যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। সব কলেজের ক্রাইটেরিয়া নোট করে রাখতে হবে। এটা প্রোফাইল তৈরি করতে অনেক সাহায্য করে। অনেকে অ্যাসে শেষ সময়ে লেখেন। এ ক্ষেত্রে দেখা যায়, শেষ সময়ে এসে অ্যাসে শেষ করতে পারেন না। ২-৩ মাস হাতে রেখে গুছিয়ে সুন্দরভাবে অ্যাসে শুরু করতে হবে।

প্রশ্ন: ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ফেলোশিপ পেয়েছেন। এই সম্পর্কে বলুন।
উত্তর: সবে আমি প্রথম সেমিস্টার শেষ করেছি। তখনো হায়ার লেভেলে ক্লাস নেওয়া হয়নি, প্রজেক্টও ছিল। প্রথম বর্ষের শেষে এম আইটিতে আবেদন করি। ফেলোশিপও পেয়ে যাই! সবার একটা ধারণা থাকে, নতুনদের নির্বাচন করে না। এ জন্য প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে কেউ আবেদন করে না। তবে আমি আবেদনে বোঝানোর চেষ্টা করেছি—আমাকে যদি নির্বাচন করা হয়, তাহলে কীভাবে প্রোগ্রামে স্কিলসেট আনব। আমার টেক অভিজ্ঞতা একেবারে শূন্য ছিল।

বিশ্ববিদ্যালয়ে উঠে প্রথম ক্লাসে কোড লিখি। বিশ্ববিদ্যালয়ের প্রথম চার মাসে ক্লাসের বাইরে মেশিন লার্নিং টেকনিক শিখেছিলাম, চেস্টডটকমে একটা হ্যাকাথন আয়োজন করে। সেখানে আমি দ্বিতীয় হই। এ ছাড়া ইউনিভার্সিটিতে প্রথম আমার আন্ডারে একটা ম্যাগাজিন প্রকাশ করি। সে অনুযায়ী লিডারশিপ অভিজ্ঞতা ছিল। কমিউনিকেশন দক্ষতা উন্নতি হয়, টাস্ক ম্যানেজ করতে পারি—এসব বিষয় আমি এমআইটি ফেলোশিপের আবেদনে তুলে ধরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

  জবি প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা আজ ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সময়ব্যাপী চলবে।

‎‘সি’ ইউনিটে মোট ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪০ জন ভর্তিচ্ছু।

‎এই ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর থাকবে এমসিকিউ থেকে এবং বাকি ১৮ নম্বর নির্ধারিত হবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ভিত্তিতে। পরীক্ষায় ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় থেকে প্রশ্ন থাকবে।

বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, আমাদের ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আরও তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে না।‎

এর আগে ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) এবং ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪২
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকার বাইরে যে সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে, সেগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

একই দিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছেন, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য এরই মধ্যে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের আগামীকালের পরীক্ষাটি এক দিন পিছিয়ে রোববার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করার ব্যবস্থা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
খুবি উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা
খুবি উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন ৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে খুবির উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম পরীক্ষাকেন্দ্র ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনপ্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফাইল ছবি
ফাইল ছবি

‘প্রশ্নপত্র ফাঁসের’ গুঞ্জনের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শুক্রবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা স্থগিতের তথ্য জানা যায়। তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে অনুষ্ঠেয় ২৬ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত কা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

জানা গেছে, দুপুরের দিকে এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে দিয়ে মোহাম্মদ সৌরভ নামের একজন লেখেন, প্রশ্ন ফাঁস! প্রাথমিকের ‘হিসাব সহকারী’ পরীক্ষার প্রশ্নফাঁস। বিকেলে এ প্রশ্নেই পরীক্ষা হওয়ার কথা ছিল।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন বলেন, প্রশ্নপত্র বণ্টনে অব্যবস্থাপনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত