নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো—ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এ ছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।
বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এ ছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো—ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এ ছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।
বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এ ছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে।’

বিশ্বায়নের এ সময়ে বিদেশে উচ্চশিক্ষা অনেক তরুণের স্বপ্ন। বিদেশে উচ্চশিক্ষায় ভালো স্কলারশিপ, উচ্চ আইইএলটিএস বা জিআরই স্কোর—সবই যেন সাফল্যের নিশ্চয়তা বলে মনে হয়। কিন্তু বাস্তবতা হলো, শুধু নম্বর আর সনদ দিয়েই বিদেশের বিশ্ববিদ্যালয়ে নিজেকে প্রমাণ করা যায় না।
৬ ঘণ্টা আগে
এ বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গত বছর এসব মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি বাদে ছুটি ছিল ৫৯ দিন। সে হিসাবে চলতি বছর মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন।
১৯ ঘণ্টা আগে
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
তিনি বলেছেন, মানুষের অন্তর্নিহিত প্রতিভা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষাজীবন যেন আনন্দময়, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ হয়, সে দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সব অংশীজনের।
২০ ঘণ্টা আগে