ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ বাদে ২ হাজার ৬৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে ৪৬৪টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি এবং সবশেষ চতুর্থ মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ২৭ ফেব্রুয়ারি।
এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫১৮ জন ভর্তি–ইচ্ছুক। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আসন ফাঁকা আছে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৬ এবং মানবিকের ৮৮টি আসন ফাঁকা রয়েছে। এতে মোট ফাঁকা সিট ৪৬৪।
পরবর্তী মেধাতালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩ মার্চ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। এতেও আসন পূর্ণ না হলে, পর্যায়ক্রমে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাতালিকা দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয় গত ৩১ ডিসেম্বর। এতে মোট আবেদন পড়েছিল ৩৭ হাজার ৭১৪ জন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ বাদে ২ হাজার ৬৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে ৪৬৪টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি এবং সবশেষ চতুর্থ মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ২৭ ফেব্রুয়ারি।
এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫১৮ জন ভর্তি–ইচ্ছুক। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আসন ফাঁকা আছে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৬ এবং মানবিকের ৮৮টি আসন ফাঁকা রয়েছে। এতে মোট ফাঁকা সিট ৪৬৪।
পরবর্তী মেধাতালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩ মার্চ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। এতেও আসন পূর্ণ না হলে, পর্যায়ক্রমে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাতালিকা দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয় গত ৩১ ডিসেম্বর। এতে মোট আবেদন পড়েছিল ৩৭ হাজার ৭১৪ জন।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৪ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১৭ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে