Ajker Patrika

ব্রাজিলে ইন্টারন্যাশনাল মোবিলিটি বৃত্তি

শিক্ষা ডেস্ক
সাও পাওলো বিশ্ববিদ্যালয়
সাও পাওলো বিশ্ববিদ্যালয়

ব্রাজিলে ইন্টারন্যাশনাল মোবিলিটি স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ব্রাজিলে প্রায় ৫৮টি বিশ্ববিদ্যালয়ে ৮৫০টিরও বেশি মাস্টার্স ও পিএইচডির জন্য বৃত্তি দিয়ে থাকে। বৃত্তি প্রোগ্রামগুলোর মধ্যে একটি হলো ইন্টারন্যাশনাল কো-অপারেশন গ্রুপ অব ব্রাজিলিয়ান ইউনিভার্সিটিজ। দেশটির বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের কমপক্ষে এক-তৃতীয়াংশের পিএইচডি ডিগ্রি রয়েছে।

সুযোগ-সুবিধা

দেশটির ইন্টারন্যাশনাল মোবিলিটি বৃত্তির জন্য আবেদন করতে কোনো ধরনের ফি লাগে না। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো ফি দিতে হবে না। এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক ফি, জীবনযাত্রার খরচের জন্য মাসিক ভাতা, বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁ ফি ও লাইব্রেরি কার্ড প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের তালিকা

ব্রাজিলের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো সাও পাওলো বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব ক্যাম্পিনাস, রিও ডি জেনিরো ফেডারেল বিশ্ববিদ্যালয়, রিও ডি জেনিরোর পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, ফেডারেল ইউনিভার্সিটি অব মিনাস গেরাইস।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সনদ, সিভি বা জীবনবৃত্তান্ত, স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতকের সনদ, পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ জমা দিতে হবে। এ ছাড়া প্রার্থীদের একটি গবেষণা প্রস্তাব ও একাডেমিক প্রস্তাবনা জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের ব্রাজিলের নাগরিকত্ব থাকা যাবে না। প্রার্থীদের ইংরেজি, পর্তুগিজ, ফরাসি বা স্প্যানিশ ভাষায় দক্ষ হতে হবে। প্রার্থীরা সর্বোচ্চ ৫টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে ব্রাজিলের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ