খুবি প্রতিনিধি

‘চাকরি পাওয়া শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয়। বরং সুশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মানুষ চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করে না। বর্তমান সময়ে দেখা যায় ছাত্রাবস্থাতেই শিক্ষার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকে। বিসিএসসহ অন্যান্য চাকরির গাইড কিনে পড়াশোনায় সময় অতিবাহিত করে। যার কারণে মূল শিক্ষায় নজর থাকে না। যা পরবর্তীতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়’ বরে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে তৃতীয় দিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়কাল জীবন গঠনের শ্রেষ্ঠ অধ্যায়। আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে জীবনের লক্ষ্য ধারণ করে এগোতে হবে। মেধা ও মননশীলতাকে তৈরি করতে হবে।
উপাচার্য আরও বলেন, অনেক শিক্ষার্থী সংক্ষিপ্ত পথে সাফল্য লাভের চিন্তায় প্রকৃত শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। কোচিং নির্ভর হয়ে তারা গাইড ও নোট বইয়ের ওপর নির্ভরশীল হচ্ছে। এতে করে মূল পাঠ্যবই থেকে তারা দূরে রয়েছে। ফলে তারা পঠিত বিষয় সম্পর্কে পুরোপুরি জ্ঞানলাভ করতে পারছে না। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে আহ্বান জানাচ্ছি।
কর্মশালার তৃতীয় দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীববিজ্ঞান স্কুল এবং চারুকলা স্কুলের আওতাধীন ৭টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. আফরোজা পারভীন, জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক খান গোলাম কুদ্দুস ও চারুকলা স্কুলের ডিন অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম।

‘চাকরি পাওয়া শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয়। বরং সুশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মানুষ চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করে না। বর্তমান সময়ে দেখা যায় ছাত্রাবস্থাতেই শিক্ষার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকে। বিসিএসসহ অন্যান্য চাকরির গাইড কিনে পড়াশোনায় সময় অতিবাহিত করে। যার কারণে মূল শিক্ষায় নজর থাকে না। যা পরবর্তীতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়’ বরে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে তৃতীয় দিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়কাল জীবন গঠনের শ্রেষ্ঠ অধ্যায়। আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে জীবনের লক্ষ্য ধারণ করে এগোতে হবে। মেধা ও মননশীলতাকে তৈরি করতে হবে।
উপাচার্য আরও বলেন, অনেক শিক্ষার্থী সংক্ষিপ্ত পথে সাফল্য লাভের চিন্তায় প্রকৃত শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। কোচিং নির্ভর হয়ে তারা গাইড ও নোট বইয়ের ওপর নির্ভরশীল হচ্ছে। এতে করে মূল পাঠ্যবই থেকে তারা দূরে রয়েছে। ফলে তারা পঠিত বিষয় সম্পর্কে পুরোপুরি জ্ঞানলাভ করতে পারছে না। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে আহ্বান জানাচ্ছি।
কর্মশালার তৃতীয় দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীববিজ্ঞান স্কুল এবং চারুকলা স্কুলের আওতাধীন ৭টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. আফরোজা পারভীন, জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক খান গোলাম কুদ্দুস ও চারুকলা স্কুলের ডিন অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
৩ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
৮ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে