নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চলতি জুনেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কোভিড টিকা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০–এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীরা যেমন পাবেন, তাঁদেরও সেভাবে টিকা দেওয়া হবে। ৬ লাখ টিকা এখন এসেছে, টিকা আরও আসবে। জুন থেকে আমাদের শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ এবং ৮৪ দিনের যে কথা বলেছি সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আরও কিছুদিন আমাদের দেখতে হবে। যদি একেবারেই পরীক্ষা নেওয়া সম্ভব না হয় আমরা বিকল্প চিন্তাভাবনা করে রেখেছি। আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে ভাবছি, কাজ করছি। কাজেই চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে, না হলে বিকল্প কীভাবে মূল্যায়ন করা যেতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি।’
পরীক্ষা না হলে বিকল্প কী চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা হবে কি হবে না সেটা বলে দিতে পারছি না। হয়তোবা খুব শিগগির সিদ্ধান্তটি নিতে হবে। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখেই আমাদের সিদ্ধান্তগুলো হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না, কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও পরবর্তী ক্লাসে আপনাকে পড়তে হবে। পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আজকের এই ক্লাসের পড়াশোনা আপনাকে জানতে হবে।’

ঢাকা: চলতি জুনেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কোভিড টিকা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০–এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীরা যেমন পাবেন, তাঁদেরও সেভাবে টিকা দেওয়া হবে। ৬ লাখ টিকা এখন এসেছে, টিকা আরও আসবে। জুন থেকে আমাদের শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ এবং ৮৪ দিনের যে কথা বলেছি সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আরও কিছুদিন আমাদের দেখতে হবে। যদি একেবারেই পরীক্ষা নেওয়া সম্ভব না হয় আমরা বিকল্প চিন্তাভাবনা করে রেখেছি। আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে ভাবছি, কাজ করছি। কাজেই চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে, না হলে বিকল্প কীভাবে মূল্যায়ন করা যেতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি।’
পরীক্ষা না হলে বিকল্প কী চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা হবে কি হবে না সেটা বলে দিতে পারছি না। হয়তোবা খুব শিগগির সিদ্ধান্তটি নিতে হবে। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখেই আমাদের সিদ্ধান্তগুলো হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না, কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও পরবর্তী ক্লাসে আপনাকে পড়তে হবে। পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আজকের এই ক্লাসের পড়াশোনা আপনাকে জানতে হবে।’

এ বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গত বছর এসব মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি বাদে ছুটি ছিল ৫৯ দিন। সে হিসাবে চলতি বছর মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন।
১০ ঘণ্টা আগে
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
তিনি বলেছেন, মানুষের অন্তর্নিহিত প্রতিভা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষাজীবন যেন আনন্দময়, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ হয়, সে দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সব অংশীজনের।
১০ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’ ব্যানারে পরিচালিত এই আন্দোলনে শিক্ষকদের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষ’ এবং ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার’...
১৯ ঘণ্টা আগে