
ভারতে এখন মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীরাও কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছে। অভিনব এই প্রোগ্রামটি চালু করেছে হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। এতে উচ্চ মাধ্যমিকে যারা মানবিক ও সামাজিক বিজ্ঞানে পড়েছে ও গণিতে ভালো নম্বর পেয়েছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এই দ্বৈত ডিগ্রি কোর্সে কম্পিউটার সায়েন্সে বিটেক (ব্যাচেলর অব টেকনোলজি) ও কম্পিউটেশনাল ন্যাচারাল সায়েন্সেস (সিএনএস) বা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস অথবা কম্পিউটিং ও হিউম্যান সায়েন্সেসে (সিএইচএস) গবেষণার ভিত্তিতে বিজ্ঞানে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হবে।
ওই প্রতিষ্ঠানের মতে, যেসব প্রার্থী উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে তারা এই বিশেষ দ্বৈত প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
সিএনএস প্রোগ্রামের জন্য শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ন্যূনতম ৯০ শতাংশ নম্বর পেতে হবে। সিএইচএস প্রোগ্রামের জন্য ন্যূনতম যোগ্যতা হলো— গণিতে কমপক্ষে ৮৫ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, ইংরেজি ঐচ্ছিক বা সমাজতত্ত্ব— এ বিষয়গুলোর যে কোনো একটি থাকতে হবে।
পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বাছাই করা আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো— গণিতে নির্দিষ্ট নম্বর পাওয়ার এই পূর্বশর্ত দিয়ে স্ট্যান্ডার্ড গণিতকেই বোঝানো হচ্ছে যেখানে ক্যালকুলাসও অন্তর্ভুক্ত আছে; ব্যবসায় বা বাণিজ্যে পড়ানো গণিত নয়।
এই প্রোগ্রামের পেছনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে আইআইআইটিএইচের পরিচালক অধ্যাপক পিজে নারায়ণ বলেন, ‘কম্পিউটার সায়েন্স বা কম্পিউটিংয়ে স্নাতকেরা মূলত এমনসব সিস্টেম ও টুল তৈরি করে যা প্রযুক্তিতে দক্ষ নয় এমন মানুষেরাই ব্যবহার করে। তাই আরও বিশাল মানবতার ওপর গুরুত্ব দিয়ে এই সিস্টেম তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘সমাজে ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে এই সিস্টেমগুলোর সঙ্গে মানুষেরা কীভাবে কাজ করে প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীদের তা গভীরভাবে বুঝতে হবে। মানবিক ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে কম্পিউটার সায়েন্সের কৌশল ও টুল যোগ করলে মানবিক বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাজ, সৃজনশীলতা ও আবিষ্কারের দক্ষতা অন্য উচ্চতায় পৌঁছাবে।’

ভারতে এখন মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীরাও কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছে। অভিনব এই প্রোগ্রামটি চালু করেছে হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। এতে উচ্চ মাধ্যমিকে যারা মানবিক ও সামাজিক বিজ্ঞানে পড়েছে ও গণিতে ভালো নম্বর পেয়েছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এই দ্বৈত ডিগ্রি কোর্সে কম্পিউটার সায়েন্সে বিটেক (ব্যাচেলর অব টেকনোলজি) ও কম্পিউটেশনাল ন্যাচারাল সায়েন্সেস (সিএনএস) বা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস অথবা কম্পিউটিং ও হিউম্যান সায়েন্সেসে (সিএইচএস) গবেষণার ভিত্তিতে বিজ্ঞানে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হবে।
ওই প্রতিষ্ঠানের মতে, যেসব প্রার্থী উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে তারা এই বিশেষ দ্বৈত প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
সিএনএস প্রোগ্রামের জন্য শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ন্যূনতম ৯০ শতাংশ নম্বর পেতে হবে। সিএইচএস প্রোগ্রামের জন্য ন্যূনতম যোগ্যতা হলো— গণিতে কমপক্ষে ৮৫ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, ইংরেজি ঐচ্ছিক বা সমাজতত্ত্ব— এ বিষয়গুলোর যে কোনো একটি থাকতে হবে।
পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বাছাই করা আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো— গণিতে নির্দিষ্ট নম্বর পাওয়ার এই পূর্বশর্ত দিয়ে স্ট্যান্ডার্ড গণিতকেই বোঝানো হচ্ছে যেখানে ক্যালকুলাসও অন্তর্ভুক্ত আছে; ব্যবসায় বা বাণিজ্যে পড়ানো গণিত নয়।
এই প্রোগ্রামের পেছনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে আইআইআইটিএইচের পরিচালক অধ্যাপক পিজে নারায়ণ বলেন, ‘কম্পিউটার সায়েন্স বা কম্পিউটিংয়ে স্নাতকেরা মূলত এমনসব সিস্টেম ও টুল তৈরি করে যা প্রযুক্তিতে দক্ষ নয় এমন মানুষেরাই ব্যবহার করে। তাই আরও বিশাল মানবতার ওপর গুরুত্ব দিয়ে এই সিস্টেম তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘সমাজে ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে এই সিস্টেমগুলোর সঙ্গে মানুষেরা কীভাবে কাজ করে প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীদের তা গভীরভাবে বুঝতে হবে। মানবিক ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে কম্পিউটার সায়েন্সের কৌশল ও টুল যোগ করলে মানবিক বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাজ, সৃজনশীলতা ও আবিষ্কারের দক্ষতা অন্য উচ্চতায় পৌঁছাবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে