Ajker Patrika

শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএতে নিয়োগ

সকালে পরীক্ষা, রাতে ফল—সেই নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকালে পরীক্ষা, রাতে ফল—সেই নিয়োগ স্থগিত

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ সোমবার (১৯ মে) ডিআইএর যুগ্ম পরিচালক অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিআইএর ২০২৩ সালের ২১ এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অডিটর পদে ২০ মে ও অফিস সহায়ক পদে আগামীকাল ২১ মে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার, রেকর্ডকিপার, স্টোরকিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী পদে আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।’

আরও বলা হয়, ‘স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রার্থীদের নিজ নিজ মোবাইল ফোন নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসের মাধ্যমে জানানো হবে।’

এর আগে ১৫ মে আজকের পত্রিকায় ডিআইএর নিয়োগের অনিয়ম নিয়ে ‘সকালে পরীক্ষা, রাতেই ফল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেটগতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরিপ্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের ব্যবস্থাপনায় থাকায় এ নিয়োগ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিআইএর অডিটর, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক—এই চার পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয় ৯ মে সকালে। রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা হয়। ৩ হাজার ১০৫ প্রার্থীর খাতা মূল্যায়ন করে সেদিন রাতেই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫২ জন। বাকি ৭ পদের (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার, রেকর্ডকিপার, স্টোরকিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী) লিখিত পরীক্ষা হওয়ার কথা ২৩ মে।

জানতে চাইলে নির্বাচন কমিটির সদস্যসচিব ও শিক্ষা পরিদর্শক মো. আফরুজ জামান সোমবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর বাইরে আমার কিছু বলার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত