আজকের পত্রিকা ডেস্ক

ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের লাগাম টানতে যাচ্ছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ঠেকাতে আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটে একটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটির পক্ষের আইনপ্রণেতারা বলছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এটি পাসও হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক দিনের মধ্যেই এই ভোট হতে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলার উপকূলে নৌযানে হামলাসহ দেশটির বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর পর থেকে একাধিকবার ‘ওয়ার পাওয়ার্স’ বা যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব সিনেটে তোলা হয়।
ডেমোক্র্যাটরা এসব প্রস্তাব আটকে দিলেও সর্বশেষ ভোটে তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আটকাতে ব্যর্থ হন। তবে ওই ভোটে ব্যবধান ছিল খুবই কম—৪৯ বনাম ৫১। গত নভেম্বরের সেই ভোটে ট্রাম্পের দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছিলেন। সে সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের আশ্বস্ত করেছিলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন বা দেশটির ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা তাঁদের নেই।
কিন্তু মাদুরো আটক হওয়ার পর এখন অনেক আইনপ্রণেতা বলছেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে। প্রকাশ্যে এই অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা আর পর্দার আড়ালে একই ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন কিছু রিপাবলিকান সিনেটরও।
ভোটের আগে এক সংবাদ সম্মেলনে কেনটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেন, ‘আজ আমি অন্তত দুজন রিপাবলিকানের সঙ্গে কথা বলেছি, যাঁরা আগে এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি। এবার তাঁরা বিষয়টি নতুন করে ভাবছেন। ট্রাম্প প্রশাসনের ওপর তাঁদের আস্থার সংকট তৈরি হয়েছে।’
ওই সংবাদ সম্মেলনে র্যান্ড পলের পাশে ছিলেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন এর আগে দাবি করেছিল, তারা ভেনেজুয়েলায় কোনো সামরিক অভিযান বা সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে না। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন।
কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যেকোনো দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কয়েক মাস ধরে ভেনেজুয়েলার জলসীমায় হামলা এবং এখন খোদ প্রেসিডেন্টকে তুলে আনা—এটিকে কোনোভাবেই কেবল ‘গ্রেপ্তার অভিযান’ বলা যায় না। এটি একটি পুরোদস্তুর সামরিক পদক্ষেপ।
তবে সিনেটে আজ এই প্রস্তাব পাস হলেও আইন হতে আরও অনেক পথ বাকি। কারণ, আইন হতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষেও এটি পাস হতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে নিশ্চিত ভেটো দেবেন। আর সেই ভেটো কাটাতে হলে সিনেট ও হাউস উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে, যা বেশ কঠিন।
এদিকে ট্রাম্প গতকাল বুধবার তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে সামরিক বাজেট ১ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছেন, যা অনেক রিপাবলিকানকেও চিন্তায় ফেলে দিয়েছে।

ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের লাগাম টানতে যাচ্ছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ঠেকাতে আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটে একটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটির পক্ষের আইনপ্রণেতারা বলছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এটি পাসও হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক দিনের মধ্যেই এই ভোট হতে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলার উপকূলে নৌযানে হামলাসহ দেশটির বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর পর থেকে একাধিকবার ‘ওয়ার পাওয়ার্স’ বা যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব সিনেটে তোলা হয়।
ডেমোক্র্যাটরা এসব প্রস্তাব আটকে দিলেও সর্বশেষ ভোটে তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আটকাতে ব্যর্থ হন। তবে ওই ভোটে ব্যবধান ছিল খুবই কম—৪৯ বনাম ৫১। গত নভেম্বরের সেই ভোটে ট্রাম্পের দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছিলেন। সে সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের আশ্বস্ত করেছিলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন বা দেশটির ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা তাঁদের নেই।
কিন্তু মাদুরো আটক হওয়ার পর এখন অনেক আইনপ্রণেতা বলছেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে। প্রকাশ্যে এই অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা আর পর্দার আড়ালে একই ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন কিছু রিপাবলিকান সিনেটরও।
ভোটের আগে এক সংবাদ সম্মেলনে কেনটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেন, ‘আজ আমি অন্তত দুজন রিপাবলিকানের সঙ্গে কথা বলেছি, যাঁরা আগে এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি। এবার তাঁরা বিষয়টি নতুন করে ভাবছেন। ট্রাম্প প্রশাসনের ওপর তাঁদের আস্থার সংকট তৈরি হয়েছে।’
ওই সংবাদ সম্মেলনে র্যান্ড পলের পাশে ছিলেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন এর আগে দাবি করেছিল, তারা ভেনেজুয়েলায় কোনো সামরিক অভিযান বা সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে না। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন।
কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যেকোনো দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কয়েক মাস ধরে ভেনেজুয়েলার জলসীমায় হামলা এবং এখন খোদ প্রেসিডেন্টকে তুলে আনা—এটিকে কোনোভাবেই কেবল ‘গ্রেপ্তার অভিযান’ বলা যায় না। এটি একটি পুরোদস্তুর সামরিক পদক্ষেপ।
তবে সিনেটে আজ এই প্রস্তাব পাস হলেও আইন হতে আরও অনেক পথ বাকি। কারণ, আইন হতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষেও এটি পাস হতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে নিশ্চিত ভেটো দেবেন। আর সেই ভেটো কাটাতে হলে সিনেট ও হাউস উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে, যা বেশ কঠিন।
এদিকে ট্রাম্প গতকাল বুধবার তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে সামরিক বাজেট ১ ট্রিলিয়ন থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছেন, যা অনেক রিপাবলিকানকেও চিন্তায় ফেলে দিয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে