নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে গাড়ি আটকিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন। তাঁর বাসা নগরের সুবিদবাজার এলাকায়।
ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামালসহ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে আ ফ ম কামালের ঝামেলা চলছিল। দু-দিন ধরে তারা বড় বাজার এলাকায় মহড়া দিচ্ছিল। পরিকল্পিতভাবে সারা দেশের ন্যায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আ ফ ম কামালকে খুন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরিণাম ভয়াবহ হবে।’
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, যারা হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না।’
ঘটনাস্থলে থেকে ওসি খান মাইনুল জাকির বলেন, ‘রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।’

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে গাড়ি আটকিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন। তাঁর বাসা নগরের সুবিদবাজার এলাকায়।
ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামালসহ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে আ ফ ম কামালের ঝামেলা চলছিল। দু-দিন ধরে তারা বড় বাজার এলাকায় মহড়া দিচ্ছিল। পরিকল্পিতভাবে সারা দেশের ন্যায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আ ফ ম কামালকে খুন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরিণাম ভয়াবহ হবে।’
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, যারা হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না।’
ঘটনাস্থলে থেকে ওসি খান মাইনুল জাকির বলেন, ‘রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে