প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বাছির মিয়া স্বীকারোক্তিতে সেলিম মিয়া (৩৫) নামের আরেক যুবককে আটক করে পুলিশ। দুজনই দাসপাড়া গ্রামের বাসিন্দা। বাছির মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে এবং সেলিম মিয়া গুনু মিয়ার ছেলে।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ও দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নির্ঘুম রাত কাটে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার ভোর রাতে দাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরের সিধ কেটে একটি বাইসাইকেল, রফিক মিয়ার ঘর থেকে দুইটি মোবাইল, রোকিয়া খাতুনের ঘর থেকে ৪২ হাজার টাকা ও একটি মোবাইল এবং রহিম মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে যায়।
এর আগের রাতে চুরি হয়েছে আল আমিন মিস্ত্রির বাড়ি। তার বাড়ি থেকে মুঠোফোন ও জমির কাগজপত্র নিয়ে গেছে। চুরি হয়েছে বাছির মিয়ার বাড়ি, ইদ্রিস মিয়ার বাড়িতেও।
দাসপাড়া গ্রামের আল আমিন জানান, তাঁর বাড়িতে চুরির আগের রাতে মোহাম্মদ আলীর ঘর থেকে বাইসাইকেল, শিশু মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে চোরেরা। এর কয়েক দিন আগে চুরি হয়েছে হাফেজ সেবু মিয়ার ঘরে; নিয়ে গেছে মোবাইলসহ টাকা পয়সা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠেই চুরির খবর শুনতে পাই। চুরির হওয়া একটি টেলিভিশন সোমবার একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তাই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে মুজাহিদ মিয়া নামের একজন বলেন, থানায় একটি জিডি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন পুলিশের হাতে বেশ কয়েকজন দুর্বৃত্তের নাম এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বাছির মিয়া স্বীকারোক্তিতে সেলিম মিয়া (৩৫) নামের আরেক যুবককে আটক করে পুলিশ। দুজনই দাসপাড়া গ্রামের বাসিন্দা। বাছির মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে এবং সেলিম মিয়া গুনু মিয়ার ছেলে।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ও দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নির্ঘুম রাত কাটে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার ভোর রাতে দাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরের সিধ কেটে একটি বাইসাইকেল, রফিক মিয়ার ঘর থেকে দুইটি মোবাইল, রোকিয়া খাতুনের ঘর থেকে ৪২ হাজার টাকা ও একটি মোবাইল এবং রহিম মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে যায়।
এর আগের রাতে চুরি হয়েছে আল আমিন মিস্ত্রির বাড়ি। তার বাড়ি থেকে মুঠোফোন ও জমির কাগজপত্র নিয়ে গেছে। চুরি হয়েছে বাছির মিয়ার বাড়ি, ইদ্রিস মিয়ার বাড়িতেও।
দাসপাড়া গ্রামের আল আমিন জানান, তাঁর বাড়িতে চুরির আগের রাতে মোহাম্মদ আলীর ঘর থেকে বাইসাইকেল, শিশু মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে চোরেরা। এর কয়েক দিন আগে চুরি হয়েছে হাফেজ সেবু মিয়ার ঘরে; নিয়ে গেছে মোবাইলসহ টাকা পয়সা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠেই চুরির খবর শুনতে পাই। চুরির হওয়া একটি টেলিভিশন সোমবার একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তাই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে মুজাহিদ মিয়া নামের একজন বলেন, থানায় একটি জিডি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন পুলিশের হাতে বেশ কয়েকজন দুর্বৃত্তের নাম এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে