প্রতিনিধি

নীলফামারীঃ নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণীর ছাত্র আছেমুল বারী (১০) নামে এক শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাত ভাইদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলা সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি বক্সিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
আহত আছেমুল বারী ওই এলাকার আনসার বাহিনীর সদস্য ময়নুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, আহত শিশুর আছেমুল বারীর পিতার সঙ্গে তার চাচা জিকরুল হক, আব্দুল আজিজ, আব্দুস সামাদ ও নজরুল ইসলামের পৈত্রিক সম্পত্তি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন চলাচলের রাস্তা নিয়ে তার ছোট ভাই আইনুলের সাথে তার চাচা ও চাচাতো ভাই আলতাব হোসেন, আতিকুল ইসলাম ও মেহের জামানের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় জিকরুল হক খোন্তা দিয়ে শিশুটিকে আঘাত করে হত্যাচেষ্টা চালায়। পরে লোকজন ছুটে আসলে সবাই পালিয়ে যায়।
শিশুটির পিতা ময়নুল ইসলাম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ আঘাত করা হয়েছে। তাদের ধারণা আমাদের যে কোন একজনকে হত্যা করতে পারলে আমাদের সব সম্পত্তি দখল নিতে পারবে। কারণ এর আগেও বহুবার আমাদের ওপর হামলা করেছে। আমি হামলাকারীদের উপযুক্ত বিচার চাই। তবে অভিযুক্ত জিকরুল হক বলেন, শিশুটিকে কুপিয়ে জখম করার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে সুবিধা নিতে সাজানো নাটক করা হয়েছে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অমল চন্দ্র রায় জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, এ ব্যাপারে শিশুটির পিতা শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। পুলিশ তদন্তের জন্য আজ শনিবার ঘটনাস্থলে গিয়েছে।

নীলফামারীঃ নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণীর ছাত্র আছেমুল বারী (১০) নামে এক শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাত ভাইদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলা সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি বক্সিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
আহত আছেমুল বারী ওই এলাকার আনসার বাহিনীর সদস্য ময়নুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, আহত শিশুর আছেমুল বারীর পিতার সঙ্গে তার চাচা জিকরুল হক, আব্দুল আজিজ, আব্দুস সামাদ ও নজরুল ইসলামের পৈত্রিক সম্পত্তি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন চলাচলের রাস্তা নিয়ে তার ছোট ভাই আইনুলের সাথে তার চাচা ও চাচাতো ভাই আলতাব হোসেন, আতিকুল ইসলাম ও মেহের জামানের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় জিকরুল হক খোন্তা দিয়ে শিশুটিকে আঘাত করে হত্যাচেষ্টা চালায়। পরে লোকজন ছুটে আসলে সবাই পালিয়ে যায়।
শিশুটির পিতা ময়নুল ইসলাম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ আঘাত করা হয়েছে। তাদের ধারণা আমাদের যে কোন একজনকে হত্যা করতে পারলে আমাদের সব সম্পত্তি দখল নিতে পারবে। কারণ এর আগেও বহুবার আমাদের ওপর হামলা করেছে। আমি হামলাকারীদের উপযুক্ত বিচার চাই। তবে অভিযুক্ত জিকরুল হক বলেন, শিশুটিকে কুপিয়ে জখম করার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে সুবিধা নিতে সাজানো নাটক করা হয়েছে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অমল চন্দ্র রায় জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, এ ব্যাপারে শিশুটির পিতা শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। পুলিশ তদন্তের জন্য আজ শনিবার ঘটনাস্থলে গিয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে