রংপুর প্রতিনিধি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রংপুরে জালিয়াতির পরিকল্পনায় থাকা দুজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পুলিশ লাইনসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছিল। তারা বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করার পরিকল্পনা করেছিল। আটক ব্যক্তিদের তল্লাশি করে বেশ কিছু জালিয়াতির ডিভাইস উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে রংপুর নগরীর পুলিশ লাইনসসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বেলা ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।
আটক ব্যক্তিরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আগামীকাল (শুক্রবার) দেশব্যাপী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম। কারণ, একটি গ্রুপ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করছিল। তারা মূলত বিশেষ ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তরপত্র সাপ্লাই করে এবং এভাবে অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট ও চাকরিতে নিয়োগ পাওয়ার ব্যবস্থা করে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই চক্রকে আইডেন্টিফাই করি। আজ পুলিশ লাইনসসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকায় তারা তাদের শিকার ধরার জন্য অবস্থান করছিল। খবর পেয়ে আমরা বিষয়টি ভেরিফাই করি এবং সেখানে তাদের চ্যালেঞ্জ ও জিজ্ঞাসাবাদ করি। তল্লাশি চালিয়ে তাদের কাছে জালিয়াতির ডিভাইসগুলো পাওয়া যায়। তারা অকপটে স্বীকার করেছে যে, আগামীকালকের পরীক্ষাকে কেন্দ্র করেই তারা আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিভাইসগুলো সরবরাহ করতে সেখানে সমবেত হয়েছিল।’
সনাতন চক্রবর্তী বলেন, ‘আটক দুজনের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসকারী একটি বড় সিন্ডিকেটের সম্পৃক্ততা থাকতে পারে। তারা মূলত এই শহর বা জেলার বাইরের এবং পরীক্ষাটি ম্যানিপুলেট করার উদ্দেশ্যেই এখানে এসেছিল। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে। আমরা নিশ্চিত যে, এই চক্রে আরও অনেকে জড়িত এবং পুরো চক্রটিকে শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রংপুরে জালিয়াতির পরিকল্পনায় থাকা দুজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পুলিশ লাইনসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছিল। তারা বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করার পরিকল্পনা করেছিল। আটক ব্যক্তিদের তল্লাশি করে বেশ কিছু জালিয়াতির ডিভাইস উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে রংপুর নগরীর পুলিশ লাইনসসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বেলা ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।
আটক ব্যক্তিরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আগামীকাল (শুক্রবার) দেশব্যাপী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম। কারণ, একটি গ্রুপ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করছিল। তারা মূলত বিশেষ ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তরপত্র সাপ্লাই করে এবং এভাবে অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট ও চাকরিতে নিয়োগ পাওয়ার ব্যবস্থা করে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই চক্রকে আইডেন্টিফাই করি। আজ পুলিশ লাইনসসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকায় তারা তাদের শিকার ধরার জন্য অবস্থান করছিল। খবর পেয়ে আমরা বিষয়টি ভেরিফাই করি এবং সেখানে তাদের চ্যালেঞ্জ ও জিজ্ঞাসাবাদ করি। তল্লাশি চালিয়ে তাদের কাছে জালিয়াতির ডিভাইসগুলো পাওয়া যায়। তারা অকপটে স্বীকার করেছে যে, আগামীকালকের পরীক্ষাকে কেন্দ্র করেই তারা আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিভাইসগুলো সরবরাহ করতে সেখানে সমবেত হয়েছিল।’
সনাতন চক্রবর্তী বলেন, ‘আটক দুজনের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসকারী একটি বড় সিন্ডিকেটের সম্পৃক্ততা থাকতে পারে। তারা মূলত এই শহর বা জেলার বাইরের এবং পরীক্ষাটি ম্যানিপুলেট করার উদ্দেশ্যেই এখানে এসেছিল। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে। আমরা নিশ্চিত যে, এই চক্রে আরও অনেকে জড়িত এবং পুরো চক্রটিকে শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে