জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী জাকির হোসেন গোপন পেন ক্যামেরায় (কলমে বসানো ক্যামেরা) ছাত্রী ও শিক্ষিকাদের ভিডিও ধারণ করছিলেন। টের পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁকে ধরে ফেলেন। রোববার বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। এতে তোপের মুখে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও নিরাপত্তাকর্মী।
বিদ্যালয়টির ছাত্রী ও শিক্ষিকারা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের যোগসাজশে বেশ কিছু দিন ধরে মোবাইলে এবং পেন ক্যামেরা দিয়ে ছাত্রী ও শিক্ষিকাদের ভিডিও ধারণ করে আসছিলেন ওই নিরাপত্তাকর্মী। ঘটনার দুদিন আগেও তাঁকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি প্রধান শিক্ষকের আত্মীয় হওয়ায়, কোনো কিছুর তোয়াক্কা না করে রোববার ফের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা প্রধান শিক্ষকসহ তাঁকে অবরুদ্ধ করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিরাপত্তাকর্মী জাকিরকে থানায় নিয়ে যায়।
জয়পুরহাট পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর হায়দার আলী পলাশ, জ্যেষ্ঠ শিক্ষক জিন্নাত পারভীন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে ওই স্কুলের বিভিন্ন অনিয়মের অভিযোগ শুনে আসছিলেন। নিরাপত্তাকর্মী জাকির হোসেন ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মামা-ভাগনে। তাঁরা যোগসাজশ করে ছাত্রী ও শিক্ষিকাদের গোপনে ভিডিও ধারণ করে আসছিলেন। এ বিষয়টি আগেও তাঁরা শুনেছেন। এ ব্যাপারে তাঁকে সতর্ক করলেও তিনি আমলে নেননি। রোববার আবারও ভিডিও করার সময় হাতেনাতে ধরা পড়েন। স্কুল থেকে পালিয়ে যাওয়ার সময় শিক্ষিকারা তাঁকে ধরে ফেলেন। তখন প্রধান শিক্ষক এসে তাঁকে পালিয়ে যেতে সহযোগিতার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী প্রধান শিক্ষক ও নিরাপত্তাকর্মীকে অবরুদ্ধ করেন। এর পর পুলিশকে খবর দেওয়া হয়।
অভিযুক্ত নিরাপত্তাকর্মী জাকির হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার কাছে গোপন পেন ক্যামেরা ডিভাইস ছিল। কিন্তু আমি সেটি দিয়ে কোনো ভিডিও করিনি।’
জয়পুরহাট কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’
এ ব্যাপারে জানতে চাইলে জয়পুরহাট থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি নিরাপত্তাকর্মীকে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর কাছে থাকা গোপন ক্যামেরায় কোনো ছবি বা ফুটেজ পাওয়া যায়নি। এরপরও এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাট সদর উপজেলার কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী জাকির হোসেন গোপন পেন ক্যামেরায় (কলমে বসানো ক্যামেরা) ছাত্রী ও শিক্ষিকাদের ভিডিও ধারণ করছিলেন। টের পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁকে ধরে ফেলেন। রোববার বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। এতে তোপের মুখে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও নিরাপত্তাকর্মী।
বিদ্যালয়টির ছাত্রী ও শিক্ষিকারা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের যোগসাজশে বেশ কিছু দিন ধরে মোবাইলে এবং পেন ক্যামেরা দিয়ে ছাত্রী ও শিক্ষিকাদের ভিডিও ধারণ করে আসছিলেন ওই নিরাপত্তাকর্মী। ঘটনার দুদিন আগেও তাঁকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি প্রধান শিক্ষকের আত্মীয় হওয়ায়, কোনো কিছুর তোয়াক্কা না করে রোববার ফের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা প্রধান শিক্ষকসহ তাঁকে অবরুদ্ধ করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিরাপত্তাকর্মী জাকিরকে থানায় নিয়ে যায়।
জয়পুরহাট পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর হায়দার আলী পলাশ, জ্যেষ্ঠ শিক্ষক জিন্নাত পারভীন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে ওই স্কুলের বিভিন্ন অনিয়মের অভিযোগ শুনে আসছিলেন। নিরাপত্তাকর্মী জাকির হোসেন ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মামা-ভাগনে। তাঁরা যোগসাজশ করে ছাত্রী ও শিক্ষিকাদের গোপনে ভিডিও ধারণ করে আসছিলেন। এ বিষয়টি আগেও তাঁরা শুনেছেন। এ ব্যাপারে তাঁকে সতর্ক করলেও তিনি আমলে নেননি। রোববার আবারও ভিডিও করার সময় হাতেনাতে ধরা পড়েন। স্কুল থেকে পালিয়ে যাওয়ার সময় শিক্ষিকারা তাঁকে ধরে ফেলেন। তখন প্রধান শিক্ষক এসে তাঁকে পালিয়ে যেতে সহযোগিতার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী প্রধান শিক্ষক ও নিরাপত্তাকর্মীকে অবরুদ্ধ করেন। এর পর পুলিশকে খবর দেওয়া হয়।
অভিযুক্ত নিরাপত্তাকর্মী জাকির হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার কাছে গোপন পেন ক্যামেরা ডিভাইস ছিল। কিন্তু আমি সেটি দিয়ে কোনো ভিডিও করিনি।’
জয়পুরহাট কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’
এ ব্যাপারে জানতে চাইলে জয়পুরহাট থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি নিরাপত্তাকর্মীকে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর কাছে থাকা গোপন ক্যামেরায় কোনো ছবি বা ফুটেজ পাওয়া যায়নি। এরপরও এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে